চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে ড্রাইভিং সিটে রয়েছে শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার চতুর্থ দিন শেষ বাংলাদেশ ২য় ইনিংসে তুলেছে ৩ উইকেটে ৮১ রান। উইকেটে মুমিনুল হক ১৮ রানে। স্বাগতিকরা এখনও লঙ্কানদের ১ম ইনিংসের চেয়ে পেছনে ১১৯ রানে। সফরকারীরাই ষংগতভাবে এগিয়ে আছে। টাইগারদের লক্ষ্য এখন-ড্র!
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৯.৫ ওভারে ৫১৩/১০ (আগের দিন ৩৭৪/৪) (মুমিনুল ১৭৫, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মুস্তাফিজ ৮; লাকমল ৩/৬৮, কুমারা ০/৭৯, পেরেরা ০/১১২, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ০/১২)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯৯.৩ ওভারে ৭১৩/৯ (ডি.) (আগের দিন ৫০৪/৩)( রোশান ১০৯, চান্দিমাল ৮৭, ডিকভেলা ৬২, পেরেরা ৩২, হেরাথ ২৪, লাকমল ৯, কুমারা ২*; মোস্তাফিজ ১/১১৩, সানজামুল ১/১৫৩, মিরাজ ৩/১৭৪, তাইজুল ৪/২১৯, মোসাদ্দেক ০/২৪, মুমিনুল ০/৬, মাহমুদউল্লাহ ০/৭)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৬.৫ ওভারে ৮১/৩ (তামিম ৪১, ইমরুল ১৯, মুমিনুল ১৮*, মুশফিক ২; হেরাথ ১/২২, লাকমল ০/১৬, ধনঞ্জয়া ০/২০, পেরেরা ১/২০, সান্দাকান ১/৩)।
Discussion about this post