ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের দলে তারকা ক্রিকেটার বলে তেমন কেউ নেই। ক্রেগ ব্রাফেটের দল অনেকের চোখেই ‘দ্বিতীয় সারি’র। কিন্তু সেই দলেরই কাইল মায়ার্স অভিষেক টেস্টে সেঞ্চুরি করে চট্টগ্রামে ১৮ বছর আগের স্মৃতি ফেরালেন রোববার।
১৮ বছর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের অভিষিক্ত ইয়াসির হামিদ চতুর্থ ইনিংসে সেঞ্চুরি (১০৫) করেছিলেন। সে সুবাদে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ইয়াসিরের সেই স্মৃতিই যেন ফিরিয়ে রোববার আনছেন মায়ার্স।
টেস্ট ইতিহাসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করলেন মায়ার্স। এরআগে ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ এ নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। প্রথম এ নজির গড়েছিলেন অবশ্য গড়েছিলেন ভারতের আব্বাস আলী বেগ। বাকি পাঁচজন—ফ্রাঙ্ক হেইস (ইংল্যান্ড), লেন বাইচান (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ইয়াসির হামিদ (পাকিস্তান) ও ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)। অর্থাৎ মায়ার্সের আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে মাত্র দুজন ব্যাটসম্যান অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন।
উপমহাদেশে অভিষেক রাঙানো বরাবরই কঠিন। তাইতো রেকর্ডের পাতাটাও সীমাবদ্ধ। কিংবদন্তি গর্ডন গ্রিনিজ ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে অভিষেকে ভারতের বিপক্ষে ১০৭ রান করেন। পরের বছর লেন বাইচান লাহোরে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ১০৫ রান। চতুর্থ ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া আরও কঠিন। মায়ার্স করে দেখিয়েছেন। তার আগে অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মাত্র সাতজন। যেখানে ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন দুইজন।
Discussion about this post