জয়ের মঞ্চ যেন প্রস্তুতই ছিল। মাত্র ৩৩ রান, সেটা পেরোলেই স্বপ্নপূরনের উৎসব। টেস্টের অভিজাত আঙিনায় ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারানোর তৃপ্তি। এমন একটা প্রেক্ষাপট সামনে রেখে সকালে ব্যাটিং শুরু করেছিলেন সাব্বির রহমান এবং তাইজুল ইসলাম। কিন্তু এমন হৃদয় ভাঙ্গা সকাল অপেক্ষা করছে কে জানতো? ২১ বলের মধ্যে স্বাগতিকদের শেষ ২ উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ২২ রানে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেল অ্যালিস্টার কুকের দল।
৬৪ রানে অপরাজিত সাব্বির রহমান থাকলেন।
ইংল্যান্ডের দেয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ২৫৩ রান করেছিল বাংলাদেশ। হাতে ২ উইকেট নিয়ে জয় থেকে ৩৩ রানের দূরত্বে ছিল জয়। কিন্তু সোমবার পঞ্চম দিনে স্কোরবোর্ডে ১০ রান তুলেই সব শেষ।
বেন স্টোকসের জোড়া আঘাতে ভাঙ্গে টাইগারদের স্বপ্ন। প্রথমে তাইজুলকে (১৬) রিভিউ নিয়ে এলবিডব্লিউ। এক বল পরই শফিউল ইসলামকে (০) আউট করেন এই ইংলিশ পেসার।
টেস্টে অবশ্য প্রতিপক্ষ দলকে দু’বার আউট করে এর আগে কখনোই হার মানে নি বাংলাদেশ। কিন্তু অনুপ্রেরনার এই রেকর্ডও টাইগারদের হয়ে কথা বলল না। উৎসবের রঙে রঙিন হল না চট্টগ্রাম। বীর চট্টলায় লেখা হল না ইংল্যান্ড বধের মহাকাব্য। শুধু রানের দিক থেকে সবচেয়ে কম ব্যবধানে হারের সান্ত্বনাটুকু মিলল।
চট্টগ্রামের পালা শেষ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৮ অক্টোবর থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজ ড্র করতে সেই লড়াইয়ে জিততে হবে মুশফিকের দলকে।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৩/১০ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২; মিরাজ ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭) ও ২য় ইনিংস: ২৪০/১০ (স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*; সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, মিরাজ ১/৫৮, কামরুল ১/২৪)
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৮/১০ (তামিম ৭৮, ইমরুল ২১, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ৮৫, মুশফিক ৪৮, সাকিব ৩১, শফিউল ২, সাব্বির ১৯, মিরাজ ১, তাইজুল ৩*, কামরুল ০; ব্রড ০/১২, ব্যাটি ১/৫১, ওকস ০/১৫, রশিদ ২/৫৮, মইন ৩/৭৫, স্টোকস ৪/২৬, রুট ০/৫) ও দ্বিতীয় ইনিংস-বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৬) ৮১.৩ ওভারে ২৬৩/১০ (তামিম ৯, ইমরুল ৪৩, মুমিনুল ২৭, মাহমুদউল্লাহ ১৭, সাকিব ২৪, মুশফিক ৩৯, সাব্বির ৬৪*, মিরাজ ১, রাব্বি ০, তাইজুল ১৬, শফিউল ০ ; ব্যাটি ৩/৬৫, মইন ২/৬০, ওকস ০/১০, রশিদ ১/৫৫, ব্রড ২/৩১, স্টোকস ২/২০)
ফল: ইংল্যান্ড ২২ রানে জয়ী
ম্যাচসেরা: বেন স্টোকস
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে
Discussion about this post