ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজে শুধু ব্যর্থতাই সঙ্গী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। হোয়াইট ওয়াশের দুঃস্বপ্ন পেছনে টেস্টে ভাল করতে চায় সফরকারীরা। তার আগে শুক্রবার থেকে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারী দল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে উইন্ডিজ।
দুপুর অব্দি এমএ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতিটা মন্দ হচ্ছে না সফরকারী দলের। সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ক্রেইগ ব্র্যাথওয়েট আর জন ক্যাম্পবেলের উদ্বোধনী জুটি দেখে শুনে খেলেছে। বিশ ওভারে তুলে ৬৭ রান। এরপরই তরুণ পেসার শাহাদাত হোসেনের বলে বোল্ড হয়ে যান ক্যাম্পবেল। করেন ৪৪ রান।
প্রথম দিন মধ্যাহ্ন বিরতির আগে ব্র্যাথওয়েট আর জোমেল ওয়ারিকানের ব্যাটে লড়ছে ক্যারিবীয়রা। ২৭ ওভার খেলে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৮৯ রান।
বিসিবি একাদশ
নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকবর আলী, মোহাম্মদ নাইম, মুকিদুল ইসলাম, সাইফ হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসাইন, শাহিন আলম, খালেদ আহমেদ, তৌহিদ হৃদয় ও ইয়াসির আলী।
উইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), কাভেম হজ, কেমার রোচ, কেওন হার্ডিং, কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনার।
Discussion about this post