সময়টা একেবারেই ভাল কাটছে না বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে ঢাকা টেস্টে আড়াই দিনের হারের স্মৃতিটা এখনো ভুলতে পারেনি দল। এরইমধ্যে একদিন পিকনিক মুডে থাকলেও জয় ছাড়া এই দুঃখ ভোলার সুযোগ যেন নেই। তাইতো বৃহস্পতিবারই সেই মিশন শুরু করতে চায় টাইগাররা। এদিনই বিকেল ৫টায় শ্রীলঙ্কার সিরিজের ১ম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেই ম্যাচের আগে আত্মবিশ্বাসী তিনি।
নতুন মিশনের আগে রিয়াদ বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘টি-টুয়েন্টি ভিন্ন ফরম্যাট। শেষ কয়েকটা সিরিজে ভালো খেলিনি আমরা। এই সিরিজটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা এই সিরিজটি দিয়ে বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দিতে চাই যে, ওয়ানডে ও টেস্টের মতো টি-টুয়েন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি।’
অবশ্য সেরা দলটা পাচ্ছেন না রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে নেই সাকিব আল হাসান। এমন কী মুশফিকুর রহীম আর তামিম ইকবালকে নিয়েও আছে অনিশ্চয়তা। লঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন নতুন ৬ মুখ। এ অবস্থায় মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, ‘আমাদের সেরা একাদশ এখনো ঠিক হয়নি। আশা করি যারা ইনজুরিতে আছেন দ্রুত সুস্থ হয়ে যাবেন আর আগামীকাল সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারবো।’
টেস্টের পর টি-টুয়েন্টি দলের নেতৃত্বে আসা রিয়াদ জানালেন, ‘নতুনদের উপর আস্থা রাখছি আমরা। ভালো খেলেই ডাক পেয়েছেন তারা। আশা করছি সেরা ক্রিকেটটা খেলতে পারবো আর এ সিরিজে জিততে পারবো।’
সিরিজের ২য় টি-টুয়েন্টি ম্যাচটি সিলেটে, ১৮ ফেব্রুয়ারি।
Discussion about this post