ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই সময়টা ভাল যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়েও ফিরে এসেছেন দুবাই থেকেসত্যিকার অর্থেই সময়টা ভাল যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়েও ফিরে এসেছেন দুবাই থেকে। এরপরই দেশে ফিরে বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই সুরেশ রায়না এবার নতুন ঝামেলায়। মুম্বাইয়ের একটি হোটেলে গ্রেপ্তার হন তিনি। অবশ্য কিছুক্ষণ বাদেই জামিনে মুক্তি পেয়েছেন এই তারকা ক্রিকেটার।
আপাতত ক্রিকেট থেকেই দূরে রয়েছেন রায়না। মঙ্গলবার মুম্বাইয়ের একটি হোটেলে অবস্থান করছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। সেখান থেকে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। মুম্বাই বিমানবন্দরের কাছেই মুম্বাই ড্র্যাগনফ্লাই নাইট ক্লাব। সেখানেই তল্লাশি করতে গিয়ে তারকা ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।
এই নৈশক্লাবে রায়নার সঙ্গে ছিলেন বলিউডের গায়ক গুরু রণধাওয়াকে। তাকেও গ্রেফতার করে পুলিশ। এই দুই তারকা ছাড়াও সেখানে ছিলেন মোট ৩৪ জন। তাদের প্রায় সবাইকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারত সরকারের কোভিড নিয়ম ভেঙে এই ক্লাবে জড়ো হয়েছিলেন তারা। প্রেপ্তারের পরই জামিনে মুক্তি পেয়েছেন রায়না ও গুরু রণধাওয়াকেনে।
বলা হচ্ছে রায়নার আইপিএল ক্যারিয়ারও শেষ। কারণ এ বছর হঠাৎ পারিবারিক কারণে টুর্নামেন্ট না খেলেই আরব আমিরাত থেকে দেশে ফিরে আলোচনায় আসেন ৩৪ বছর বয়সী এই তারকা।। এরপরই দেশে ফিরে বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই সুরেশ রায়না এবার নতুন ঝামেলায়। মুম্বাইয়ের একটি হোটেলে গ্রেপ্তার হন তিনি। অবশ্য কিছুক্ষণ বাদেই জামিনে মুক্তি পেয়েছেন এই তারকা ক্রিকেটার।
আপাতত ক্রিকেট থেকেই দূরে রয়েছেন রায়না। মঙ্গলবার মুম্বাইয়ের একটি হোটেলে অবস্থান করছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। সেখান থেকে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। মুম্বাইয়রে বিমানবন্দরের কাছেই মুম্বাই ড্র্যাগনফ্লাই ক্লাব। সেখানেই তল্লাশি করতে গিয়ে তারকা ক্রিকেটারকে গ্রেফতার করা হয়।
এই হোটেেল রায়নার সঙ্গে ছিলেন বলিউডের গায়ক গুরু রণধাওয়াকে। তাকেও গ্রেফতার করে পুলিশ। এই দুই তারকা ছাড়াও সেখানে ছিলেন মোট ৩৪ জন। তাদের সবাইকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছিলেন ক্লাবের সাতজন কর্মীও।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারত সরকারের কোভিড নিয়ম ভেঙে এই ক্লাবে জড়ো হয়েছিলেন তারা। প্রেপ্তারের পরই জামিনে মুক্তি পেয়েছেন রায়না ও গুরু রণধাওয়াকেনে। করোনা সংক্রমণের নতুন ঢেউ আটকাতে রাতে কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। কিন্তু মুম্বাইয়ের নৈশ ক্লাবে রাতভর চলছিল উদ্দাম পার্টি। মুম্বাই পুলিশ অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করে।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেদনেকার জানান, ‘তারকা হন কিংবা সাধারণ কেউ, নিয়ম মানতেই হবে। সবার জীবন বাঁচাতে এ নিয়ম। যারা মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
যেখানে রায়না নন, বলিউড তারকা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানা খান এবং গায়ক গুরু রান্ধওয়াকেও গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাই ড্রাগনফ্লাই নাইট ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় তাদের। পরে জামিনে মুক্তি পান।
রায়না ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জিতেছেন। একসময় মহেন্দ্র সিং ধোনির দলে নির্ভরযোগ্য এ সদস্য ভারতের হয়ে ২২৬ ওয়ানডে, ৭৮ টি-টুয়েন্টি ও ১৮ টেস্ট খেলেছেন।
রায়নার ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষের পথে। ২০১৮ সালের পর ভারতের হয়ে আর খেলার সুযোগ পাননি তিনি। এই অভিমানে অবসরে গেছেন। এই বছর মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলার পর রায়নাও বিদায় বলেন জাতীয় দলকে।
Discussion about this post