সব ঠিকঠাক মতো এগিয়ে চলছে। এইতো বুধবারই সুখবর পেয়েছেন তিনি। নিউজিল্যান্ড সফরে তার খেলা নিয়ে সব অনিশ্চয়তা দূর হয়ে যাচ্ছে। অস্ত্রোপচার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণে যে এমআরআই হয়েছিল, তাতে মিলেছে স্বস্তির খবর। এই সুসংবাদ পেয়েই ছুটিতে গেলেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে যে পুনর্বাসন চলছে তা থেকে দিনকয়েকের ছুটি নিলেন তিনি। অার ফিরে গেলেন মায়ের কাছে। এখন সাতক্ষীরায় পরিবারের সঙ্গে সময় কাটাবেন দ্য ফিজ। নিজ গ্রাম তেতুলিয়াতে চলে গেছেন টাইগারদের এই আলোচিত এই বোলার।
ছুটি কাটিয়ে ফের ঢাকায় ফিরে আবারও পুনর্বাসনে যোগ দেবেন মুস্তাফিজ।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও মুস্তাফিজের উন্নতিতে খুশি। খুশি বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। এখন মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার তৃতীয় ধাপের কাজ চলছ। কাটার মাস্টার এখন নিয়মিত নেটে বল করছেন।
গত ১১ আগষ্ট অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে ৫ মাসের মাথায় ক্রিকেটে ফেরার কথা তার। ‘দ্য ফিজ’ এর আগে পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে দেশে ফেরেন গত ২২ আগস্ট।
Discussion about this post