বিধি-নিষেধ উঠে গেছে। করোনা শঙ্কা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু! এরমধ্যেই আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ। এ অবস্থায় গ্যালারি আংশিক পূর্ণ করার কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আরেকটি সুখবর-আফগানিস্তান সিরিজে গ্যালারি ভর্তি দর্শক ফেরাচ্ছে বিসিবি।
অবশ্য হাতে সময় নেই। এ কারণে চট্টগ্রামে ওয়ানডে সিরিজে গ্যালারি ভর্তি দর্শক থাকবে কীনা শঙ্কা রয়েছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমে বলেন, ‘দেখুন, হাতে সময় কম থাকায় এখন চাইলেই দর্শক পূর্ণ করা যাচ্ছে না। টিকিট প্রিন্টিংয়ের একটা ব্যাপার আছে। আমরা প্রিন্টিং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যত বেশি সম্ভব টিকিট ছাড়া যায়। ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টিতে আমরা গ্যালারি ভর্তি করতে চাই। তবে এটা এখনো নিশ্চিত না।’ বুধবার সভা শেসে এনিয়ে কথা বলবেন তারা।
এ অবস্থায় ২৩ ফেব্রুয়ারি সাড়ে ৪ হাজার মানুষ এ ম্যাচটি গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছেন। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে গ্যালারিতে থাকবেন ১০ হাজার সমর্থক। ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গ্যালারি পূর্ণ হতে পারে। এরপর ঢাকায় টি-টুয়েন্টিতে উপচে উঠতে পারে শেরেবাংলার গ্যালারি।
চট্টগ্রামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ২৩ ফেব্রুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। তারপরই ঢাকায় ৩ মার্চ হবে প্রথম টি-টুয়েন্টি। দ্বিতীয় ও শেষটি হবে আগামী ৫ মার্চ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
এদিকে টিকিটের সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা। সঙ্গে ৩০০ আর ৫০০ টাকায় পাওয়া যাবে ম্যাচ টিকিট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে এই তথ্য।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১৫০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট মূল্য ৫০০ টাকা। আর রুফ টপের টিকিট ১০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
Discussion about this post