ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারত সফর বিদেশি স্পিনারদের জন্য সব সময় চ্যালেঞ্জিং হয়ে ওঠে। চিরায়ত সেই চ্যালেঞ্জের সঙ্গে এবার যোগ হয়েছে গোলাপি বল আর দিন-রাতের খেলা। স্পিনারদের কাজ আরও কঠিন। কলকাতা টেস্টে তাই বাংলাদেশের স্পিনারদের কাছে খুব বেশি প্রত্যাশা নেই বাংলাদেশ স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরি।
একসময় দেশের মাটিতে ভারতের জয়ের মন্ত্রই ছিল স্পিন। কিন্তু গত কয়েক বছর তারা পেস বোলিংয়ে বেশি মনোযোগ দিয়েছে। অবশ্য তার সুফলও পাচ্ছে বিরাট কোহলিরা।
ভারতে স্পিনারদের কাজ কতটা কঠিন। বাড়তি চ্যালেঞ্জ হিসেবে আছে গোলাপি বল। এই বলে স্পিনারদের জন্য সহায়তা মেলে কম। রাতে শিশির ভেজা বল স্পিনারদের গ্রিপ করাই কঠিন, কারুকাজ দেখানো তো বহুদূর। বুধবার কলকাতায় দলের অনুশীলন শেষে সব বাস্তবতাই তুলে ধরলেন ভেটোরি, ‘গোলাপি বলের টেস্টেও স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে। তবে সেই ভূমিকা এখানে ভিন্ন হবে। সূর্যাস্ত এখানে দ্রুত হয়ে যায়। বাড়তি একজন পেসারের সঙ্গে স্পিনারদের মূল কাজ হবে এখানে রান আটকে রাখা। ভারত সফর আমার জন্য ছিল দুঃস্বপ্ন। সফরকারী স্পিনারদের ওপর ভারত সবসময়ই দাপট দেখিয়েছে। গত তিন-চার বছরেও, প্রতিপক্ষ স্পিনারদের তারা প্রচণ্ড চাপে ফেলেছে। এখানকার উইকেটের ধরন, স্পিনারদের কাছে তার দলের প্রবল প্রত্যাশা ও ভারতীয় ব্যাটসম্যানদের স্কিল, সব মিলিয়েই বাইরের স্পিনারদের জন্য কাজটা কঠিন। আগের টেস্টে আমরা দেখেছি, মায়াঙ্ক ও রাহানে কিভাবে আমাদের স্পিনারদের চাপে রেখেছে। ইন্দোরে ভালো উইকেটে স্পিনারদের করার খুব বেশি কিছু ছিল না। এখানেও অনেকটা একইরকম হবে।’
কলকাতা টেস্টে স্পিনারদের কাছে ভেটোরির প্রত্যাশা কি? এ নিয়ে বুধবার তিনি যা বলছিলেন, ‘নিজ দেশে স্পিনাররা যেভাবে দাপুটে পারফরম্যান্স করে, ভারতে গিয়ে সেভাবে ভাবলে চলবে না। প্রথম ইনিংসে ৬০ রানে বা ৭০ রানে ২ উইকেট, এরকম কিছু করার পরিকল্পনা করতে হবে। এরপর দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় থাকতে হবে (উইকেট থেকে সহায়তা মেলে কিনা)। আমার মনে হয়, এভাবেই এগোনো উচিত এখানে।’
Discussion about this post