ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেদের টেস্ট ইতিহাসে দিন-রাতের প্রথম গোলাপি বলের ম্যাচেও হতাশার ব্যাটিং উপহার দিয়েছে বাংলাদেশ। শুক্রবার ইডেন টেস্টে সফরকারীরা গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে।
ইন্দোর টেস্টের মতো ইডেনেও হতাশ করেন ইমরুল কায়েস। মাত্র ৪ রান করে ইশান্ত শর্মার বলে এলবিডব্লুর হয়ে ফেরেন তিনি। পরে সাদমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মুমিনুল হক। কিন্তু তাদের জুটিও বেশিক্ষণ টেকেনি। ৭ বল খেলা মুমিনুল রানের খাতা খোলার আগেই যাদবের শিকার হন। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন রোহিত শর্মা। মোহাম্মদ মিথুনও ফেরেন ঐ ওভারে বোল্ড হয়ে। কিছুক্ষণ পরই মোহাম্মদ শামির বলে বোল্ড হন মুশফিক। লাঞ্চের আগে তাই টাইগারদের স্কোর বোর্ডে ৭৩ রানে নেই ৬ উইকেট।
শুক্রবার গোলাপি টেস্টে ক্রিজে যাওয়ার পর থেকে দারুণ খেলছিলেন লিটন দাস। শামির বাউন্সার হেলমেটে লাগলেও নড়ে যায়নি মনোবল। পরের বলে হাঁকান বাউন্ডারি। পরের ওভারে আসে আরেকটি বাউন্ডারি। অস্বস্তি বোধ করায় সেই ওভারেই মাঠ ছাড়েন লিটন। এই ম্যাচে আর খেলা হচ্ছে না ২৭ বলে ৫ চারে ২৪ রান করা এই তরুণের। এরআগে মাহমুদউল্লাকে তুলে নেন ইশান্ত। পরে ইবাদত হোসেনকে বোল্ড করার পর ‘কনকাশন’বদলি নামা মেহেদী হাসান মিরাজকে থামান ইশান্ত। অল্প সময়ের ব্যবধানে নাঈমকে বোল্ড করে ইনিংসে দশমবারের মতো পাঁচ উইকেট পান এই পেসার।
আবু জায়েদকে ফিরিয়ে বাংলাদেশকে ১০৬ রানে গুটিয়ে দেন শামি। টেস্টে ভারতের বিপক্ষে এর চেয়ে কম রান একটিই আছে বাংলাদেশের। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসের ৯১।
Discussion about this post