বিশ্বকাপ ট্রফি জেতা হল না। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। মানে গোল্ডেন বল উঠল তার হাতে। এবার চার গোল করার পাশাপাশি গোলের একাধিক উৎস তৈরি করে দিয়েছেন তিনি। আর গোল্ডেন বুট কলম্বিয়ার জেমস রদ্রিগুয়েজের। ৬ গোল করেছেন তিনি। তার ম্যাজিকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল কলম্বিয়া।
গোল্ডেন বল জয়ীরা
সাল ফুটবলার
১৯৭৮ মারিও কেম্পেস (আর্জেন্টিনা)
১৯৮২ স্পেন পাওলো রসি (ইতালি)
১৯৮৬ মেক্সিকো ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
১৯৯০ ইতালি সালভাতোর শিলাচ্চি (ইতালি)
১৯৯৪ যুক্তরাষ্ট্র রোমারিও (ব্রাজিল)
১৯৯৮ ফ্রান্স রোনালদো (ব্রাজিল)
২০০২ কোরিয়া-জাপান অলিভার কান (জার্মানি)
২০০৬ জার্মানি জিনেদিন জিদান (ফ্রান্স)
২০১০ দক্ষিণ আফ্রিকা ডিয়েগো ফোরলান (উরুগুয়ে)
২০১৪ ব্রাজিল লিওনেল মেসি (আর্জেন্টিনা)
গোল্ডেন বুটজয়ীরা
সাল ফুটবলার গোল
১৯৭৮ মারিও কেম্পেস (আর্জেন্টিনা) ৬
১৯৮২ পাওলো রসি (ইতালি) ৬
১৯৮৬ গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ৬
১৯৯০ সালভাতোর শিলাচ্চি (ইতালি) ৬
১৯৯৪ ওলেগ সালেঙ্কো (রাশিয়া) ও রিস্তো স্তোইয়চকোভ (বুলগেরিয়া) ৬
১৯৯৮ ডেভর সুকার (ক্রোয়েশিয়া) ৬
২০০২ রোনালদো (ব্রাজিল) ৮
২০০৬ মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ৫
২০১০ টমাস মুলার (জার্মানি) ৫
২০১৪ জেমস রদ্রিগুয়েজ (কলম্বিয়া) ৬
Discussion about this post