বারবার প্রতিশ্রুতি দিয়েও এখনো টাকা পরিশোধ করেনি গেমঅন ও ফ্র্যাঞ্চাইজিগুলো। ২০ মার্চ ছিল গেমঅনের টাকা প্রদানের তারিখ। কিন্তু এরপর আড়াই মাসেরও বেশি কেটে গেলেও টাকা আদায় করতে পারেনি বিসিবি।
বিপিএল গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা ক্ষোভের সঙ্গে জানান, “গেমঅনের ব্যাপারে আর নমনীয় হওয়ার সুযোগ নেই। বারবার তাগাদা দেয়া ও সময় বাড়ানোর পরও তারা টাকা পরিশোধ করছে না। আমরাও তাই কঠোর হচ্ছি। গেমঅন ও ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে টাকা আদায়ে বিসিবির আইনি পদক্ষেপের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।”
“লিগ্যাল নোটিশ দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৬/১৭ জুন সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফ্র্যাঞ্চাইজিদের শুধু মালিকানা বাতিল করা নয়, টাকা আদায়ের জন্য আমরা আইনি লড়াইয়ে নামবো।”
বিপিএলের দ্বিতীয় আসর শুরু হওয়ার ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হঠাৎ করে তাদের ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় অংশ নেয়ার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির কথা জানিয়ে বিপিএল গভার্নিং কমিটির কাছে কিছু ছাড় দাবি করে গেমঅন।
এ প্রসঙ্গে আফজালুর রহমান সিনহা বলেন, “পাকিস্তানি ক্রিকেটারদের না আসা এবং আল-জাজিরার কাছে ফিড বিক্রি করতে না পারার ক্ষতির কথা জানিয়ে তারা আমাদের কাছে কিছু ছাড় চাইছে। তবে এ ব্যাপারে গেমঅনকে আমরা কোনো ছাড় দিতে চাই না। বোর্ড সভাপতির সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”
-ক্রীড়া প্রতিবেদক
Discussion about this post