ক্রিস গেইল মানেই টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। চার-ছক্কার দুনিয়ায় এখনো নাম্বার ওয়ান তিনি। ক্রিকেটের ছোট সংস্করনের আন্তর্জাতিক ম্যাচে এবার প্রথম ব্যাটসম্যান হিসেবে মেরেছেন ১০০ ছক্কা। শনিবার চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ শুরু করার আগে গেইলের ছয়ের সংখ্যা ছিল ৯৯ টি। ম্যাচের তৃতীয় ওভারের তৃতীয় বলে ডেভিড উইলিকে উড়িয়ে মেরে রেকর্ড গড়েন তিনি।
যদিও ইংলিশদের বিপক্ষে তার ইনিংসটা তেমন বড় হয়নি। আউট হওয়ার আগে খেলেন ২১ বলে ৪০ রানের এক ঝড়ো ইনিংস। তার ব্যাটে ছিল চারটি চার ও চারটি ছয়। ৫২ ম্যাচের ৪৯ ইনিংসে ১০৩ টি ছয় হাঁকিয়েছেন গেইল। এরপরই আছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। তার ব্যাট থেকে এসেছে ৯১টি ছয়। তিনি ম্যাচ খেলেন ৭১টি।
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছয়-
ক্রিস গেইল (উইন্ডিজ ) ১০৩ ছয় ৪৯ ইনিংসে
ব্র্যান্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড ) ৯১ ছয় ৭০ ইনিংসে
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া ) ৮৩ ছয় ৫৬ ইনিংসে
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড ) ৭৬ ছয় ৫৯ ইনিংসে
যুবরাজ সিং (ভারত ) ৭৪ ছয় ৫১ ইনিংসে
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া ) ৭৪ ছয় ৬৩ ইনিংসে
Discussion about this post