আসছে ফেব্রুয়ারিতেই নিউজিল্যান্ডের হয়ে গড়বেন ইতিহাস। প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলবেন এই তারকা ক্রিকেটার। সবাইকে অবাক করে আচমকা মঙ্গলবার নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।
তাইতো ভারতের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপেও নামা হবে না কিউই অধিনায়ক ম্যাককালামের।
অবশ্য দারুণ ছন্দে ছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তারপরও জানালেন, ‘আমি নিজের সিদ্ধান্তের কথা ক্রাইস্টচার্চ টেস্টের পরেও জানাতে পারতাম। কিন্তু বিশ্বকাপের দল গঠন করতে গিয়ে যাতে কোনও দ্বিধা-দ্বন্দ্ব তৈরি না হয় তাই আগেই জানিয়ে দিলাম আমি।’ আরো বললেন, ‘কিউইদের হয়ে খেলতে পারায় দারুণ গর্ববোধ করছি।’
২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু। ৯৯ টেস্টে করেছেন ৬২৭৩ রান। টেস্ট ক্রিকেটে ১৯৪টি ক্যাচের পাশে ১১টি স্টাম্পিং করেন। ২৫৪টি ওয়ানডেতে তার ব্যাটে ৫৯০৯।
Discussion about this post