শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস বোলিং কোচ ওটিস গিবসনকে ছাড়াই খেলবে বাংলাদেশ। অবশ্য এটা পুরনো তথ্য। নতুন খবর হলো শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে না ফিল্ডিং কোচ রায়ান কুককেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছুটি দিয়েছে তাকেও।
স্ত্রী সন্তান সম্ভবা। সন্তান জন্মের আগে তার পাশে থাকতেই ছুটি নিয়েছেন কুক। তার ছুটি মঞ্জুর করছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পথে ঢাকা ছাড়বেন তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এই খবর নিশ্চিত করে বলেন, ‘দেখুন, কুকের স্ত্রী সন্তান সম্ভবা। কিছু জটিলতা দেখা দেওয়ায় দেশে ফিরতে হচ্ছে তাকে। তার ছুটি মঞ্জুর করেছি আমরা। আশা করছি জিম্বাবুয়ে সফরে তিনি আমাদের দলের সঙ্গে থাকবেন তিনি।’
এর আগে শ্রীলঙ্কা থেকেই ইংল্যান্ডে চলে গেছেন গিবসন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটারের পরিবার যুক্তরাজ্যেই আছে। পরিবারকে সময় দিতে ছুটি নিয়েছেন বোলিং কোচ। তবে ছুটি শেষে জুনে জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে থাকবেন এই ক্যারিবিয়ান।
এদিকে ৩ ম্যাচ ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে আসবে ১৬ মে। ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ ও ২৮ মে। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলায়।
Discussion about this post