ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গুঞ্জন ছিল বেশ আগে থেকেই বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন ওটিন গিবসন। এ ব্যাপারটি নিয়ে বেশ কথা বার্তাও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এগিয়েছে ক্যারিবিয় সাবেক এ ক্রিকেটারের। সোমবার কুমিল্লা ওয়ারিয়র্সের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে এমন তথ্যই দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ ক্রিকেটার।
আগেই জানতেন টাইগারদের বোলিং কোচের প্রস্তাব পাবেন গিবসন। শেষ পর্যন্ত সেটা তিনি পেয়েছেনও। আপাতত বিসিবির সঙ্গে আলোচনা চলছে তার।
এবার বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হয়ে এসেছেন গিবসন। বিসিবি একাডেমি মাঠে সোমবার দলটির অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গিবসন নিশ্চিত করলেন বাংলাদেশের বোলিং কোচের প্রস্তাব পাওয়ার কথা, ‘আলোচনা চলছে, অবশ্যই চলছে। এটা আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনও অনেক অনেক দূর। তবে আলোচনা চলছে। দেখি কী হয়…অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’
একাধিক দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গিবসনের। সবশেষ তিনি এ দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচও ছিলেন, তার কোচিংয়ে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। দুই দফায় বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ইংল্যান্ড জাতীয় দলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের স্বাদ প্রথম পেয়েছেন কুমিল্লার দায়িত্ব দিয়েই।
টাইগারদের বোলিং কোচের দায়িত্ব পেলে তার কাজে সহায়তা করবে এবার বিপিএলে কাজ করার অভিজ্ঞতা। এমনটাই মনে করেন গিবসন, ‘কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হয়, জানা আছে আমার। এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই।’
Discussion about this post