অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি লিজেন্ডস অব রূপগঞ্জ নামটি অনুমোদন করল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়- ’’গাজী ট্যাংক ক্রিকেটার্সের নাম পরিবর্তন করে ”লিজেন্ডস অব রূপগঞ্জ” হিসেবে নতুন নামকরণ বিষয়ে প্রশাসনিক আদেশ জারি করা হলো। ’’
একইসঙ্গে বিসিবি জানায়- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৪-২০১৫ মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রুলস এ্যান্ড রেগুলেশনস এবং ম্যাচ প্লেইং কন্ডিশনের ধারা-১২ বিধান (সাধারণ তথ্যাদি) মোতাবেক শর্তাদি পূরণ করায় এই আদেশের ক্ষমতা বলে ২০১৪-২০১৫ মৌসুম থেকে ”লিজেন্ডস অব রূপগঞ্জ” নামে দাপ্তরিকভাবে সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবে মর্মেও প্রশাসনিক অনুমোদন আদেশ জারী করা হয়। বর্ণিত আদেশ বিনা নোটিশে রোধ, রহিত ও বাতিল করার ক্ষমতা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম), বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংরক্ষণ করে।
তাই এখন থেকে সংবাদমাধ্যমগুলোকেও গাজী ট্যাংক ক্রিকেটার্স নয়, লিখতে ও বলতে হবে লিজেন্ডস অব রূপগঞ্জ।
গত অক্টোবরে জমকালো এক অনুষ্ঠানে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটির লগো আর জার্সি উন্মোচন করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
Discussion about this post