ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত সুচনা হল গাজী ট্যাংক ক্রিকেটার্সের। প্রথম ম্যাচেই তারা তুলে নিয়েছে ৮ উইকেটের অনায়াস জয়। মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খেলাঘর সমাজ কল্যান সমিতি পেস বোলার রুবেল হোসেনের বোলিং তোপে পড়ে। ৩৯.৪ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। এরপর মাত্র ২ উইকেট হারিয়ে ২৪.২ ওভারে ম্যাচ জিতে নেয় গাজী ট্যাংক।
গাজী ট্যাংকের জয়ের নায়ক রুবেল ৭.৪ ওভারে ৩ মেডেনসহ ১৮ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। নুর হোসেন নিয়েছেন ২ উইকেট। আরাফাত সানি ও নাইম ইসলামের দখলে ১টি করে উইকেট। শুভাগত হোম করেছেন ৫৩ রান। ৩১ রান এসেছে ফয়সাল হোসেনের ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় গাজী ট্যাংক। ৭ রান করে ফিরে যান রকিবুল হাসান। এরপর ৩০ রানে আউট হন ইমরুল কায়েস। লিগের প্রথম ম্যাচেই ব্যাট হাতে নিজেকে চেনালেন হার্ডহিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। তার ব্যাট থেকে আসে ৬৪ বলে ৫৯ রান। অন্যপ্রান্তে দলের কিউই ক্রিকেটার স্কট স্টাইরিস অপরাজিত থাকেন ৩২ রানে। রুবেল হোসেন ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর সমাজ কল্যান সমিতি: ৩৯.৪ ওভারে ১৩৩/১০ (শুভগত হোম ৫৩, ফয়সাল ডিকেন্স ৩১, আরাফাত ১০, মনোয়ার ১০, রুবেল হোসেন ৬/১৮, নুর হোসেন ২/২৪)
গাজী ট্যাংক: ২৪.২ ওভারে ১৩৭/২ (ইমরুল ৩০, আফতাব ৫৯*, স্টাইরিস ৩২*)
ফল : গাজী ট্যাংক ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রুবেল হোসেন
বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমি ও ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচটি বৃস্টির হতে পারেনি। বুধবার রিজার্ভ ডেতে এই ম্যাচ হওয়ার কথা রয়েছে।
Discussion about this post