ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের ছন্দে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক বিজয়ের দল তুলে নিয়েছে টানা ৪ জয়। তার পথ ধরেই দল উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
আজ শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে পঞ্চম রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯৪ রানে হারিয়েছে বিজয়ের দল। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ৪৩.৪ ওভারে ১৮৩ রান করে। জবাবে প্রাইম ব্যাংক মাত্র ২৩.২ ওভারে ৮৯ রানে অলআউট হয়।
গাজী গ্রুপের পক্ষে অধিনায়ক এনামুল হক বিজয় ৪৪ বলে ৪৮ রান এবং আমিনুল ইসলাম বিপ্লব ৩৫ রানের ইনিংস খেলেন। শেষ ওভারে আব্দুল গাফফারের ২৪ রানে ১৮৩ রানের লক্ষ্যে পৌঁছায়। প্রাইম ব্যাংকের বোলিংয়ে আরাফাত সানি ৩ উইকেট নেন।
প্রাইম ব্যাংকের ইনিংস শুরু হয়েই ধস নামে। প্রথম বলেই সাব্বির হোসেন আউট হয়ে যান। এরপর নাইম শেখ (১৫), জাকির হাসান (১১) এবং অধিনায়ক ইরফার শুক্কুর (২) সহ ৭ ব্যাটসম্যান এক অঙ্কের স্কোরেই প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত রিশাদ হোসেনের ২১ রানে দলীয় স্কোর ৮৯ এ থামে। গাজী গ্রুপের বোলিংয়ে মোহাম্মদ আবু হাশিম ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
এই জয়ে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে গাজী গ্রুপ পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে প্রাইম ব্যাংক টানা দুই হারে ৬ষ্ঠ স্থানে।
সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৮৩/১০ (এনামুল হক বিজয় ৪৮, আমিনুল ইসলাম বিপ্লব ৩৫, আরাফাত সানি ৩/২২)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৮৯/১০ ( রিশাদ হোসেন ২১, নাইম শেখ ১৫, আবু হাশিম ৩/১২)
ফল: গাজী গ্রুপ ৯৪ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ আবু হাশিম
Discussion about this post