ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বছর ঘুরে এসে গেছে মাহে রমজান। মুসলিমদের মহিমান্বিত মাস। এক মাসের সিয়াম সাধনা। গোটা বিশ্ব খোশ আমদেদ জানাচ্ছে রমজানকে। এই তালিকায় আছেন বিশ্বসেরা ফুটবলাররাও। আছে জায়ান্ট ক্লাবগুলোও।
বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট জার্মেই ও টটেনহ্যাম হটস্পার জানাল রমজানের শুভেচ্ছা। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ধর্মালম্বীদের জানালেন রমজানের শুভেচ্ছা। এই তালিকায় আছেন নেইমার, কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও মিরালেম পিয়ানিচের মতো বড় তারকারাও।
নিজেদের ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে পিএসজি। যেখানে শুভেচ্ছাবার্তার শুরুটা করেন এমবাপে। বলেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইঁ সবাইকে পবিত্র মাস রমজানের শুভেচ্ছা জানাচ্ছে।’ নেইমার বলেন,‘রমজান কারিম, আপনাকে ও আপনার পরিবারকে রমজানের শুভেচ্ছা।’ ভিডিওতে ভেরাত্তি, ইকার্দিসহ অন্যরা বলেন, ‘সকল মুসলিমকে রমজানের শুভেচ্ছা, রমজান মুবারাক, রমজান কারিম। আপনাদের জন্য এই মাসটা সৌভাগ্যের হোক, এই কামনা করছি।’
মঙ্গলবার ফুটবল ক্লাব নিজেদের ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে তাদের সকল মুসলিম খেলোয়াড় রমজানের শুভেচ্ছা জানান তারা। ভিডিওটিতে যেমন ছিলেন উসমান দেম্বেলে, মিরালেম পিয়ানিচদের মতো বর্তমান তারকারা।
গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি নিজেদের ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করেছে। যেখানে আরবি ও ইংরেজি ভাষায় ‘রামাদান কারিম’। ভিডিও বার্তায় লেখা হয়, ‘সকল মুসলিমদের জানাই রমজানের শুভেচ্ছা, রমজান কারিম।’ টটেনহ্যাম হটস্পার তাদের ফেসবুক ও টুইটারে একটি ছবি পোস্ট করে। তাদের দুই মুসলিম খেলোয়াড় ডেলে আলি ও মুসা দেম্বেলে ছাড়াও সেখানে ছিলেন এশীয় তারকা ফুটবলার সন হিউং মিন ও গ্যারেথ বেল।
Discussion about this post