ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের সেরাদের একজন তিনি। যেখাবে দারুণ দাপট দেখিয়ে যাচ্ছেন বলা হচ্ছে সর্বকালের সেরাদের তালিকাতেও দেখা যেতে পারে তাকে। সেই রোহিত শর্মা এবার পেলেন আরেকটি স্বীকৃতি। ক্রিকেট মাঠে সাফল্যের পথ ধরে ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সম্মাননা ‘রাজীব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তিনি।
৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে পেলেন এই অনন্য সম্মান। এর আগে এই স্বীকৃতি পেয়েছেন তিন মহাতারকা শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।
রাষ্ট্রপতি ভবনে ‘খেল রত্ন’ অ্যাওয়ার্ড আয়োজন হলেও কোভিড-১৯ পরিস্থিতিতে শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া হয় এমন স্বীকৃতি।
গত কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছেন রোহিত। এ কারণেই ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি রোহিতের নাম সুপারিশ করে। তারও আগে গত গত মে মাসে খেল রত্নের জন্য রোহিতকে মনোনয়ন দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তার ধারাবাহিকতা আর নেতৃত্বগুণের জন্য সম্মানজনক এই খেতাবের জন্য মনোনয়ন করে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড।
ওয়ানডে ক্রিকেটে বিস্ময়কর তিনটি ডাবল সেঞ্চুরি উপহার রয়েছে রোহিতের। এরমধ্য খেলেন ২৬৪ রানের যাদুকরী এক ইনিংস। এই ফরম্যাটে করেছেন ৯ হাজারেরও বেশি রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে রেকর্ড চারটি সেঞ্চুরি রয়েছে রোহিতের।
আবার নেতৃত্বে ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ও একই বছর দুবাইয়ে জেতেন এশিয়া কাপ। আইপিএলেও তিনি বেশ সফল অধিনায়ক।
রোহিতের এমন অর্জনের পর বিসিসিআই শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘ভারতীয় ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড ২০২০ প্রাপ্তিতে রোহিত শর্মাকে অভিনন্দন। এ অ্যাওয়ার্ড পাওয়া মাত্র চতুর্থ ক্রিকেটার। তোমাকে নিয়ে আমরা গর্বিত, হিটম্যান!’
এছাড়া খেলাধুলায় অবদানের রাখার জন্য অর্জুনা অ্যাওয়ার্ড পাওয়া ২৫ ক্রীড়াবিদের তালিকায় ক্রিকেট থেকে আছেন পেস বোলার ইশান্ত শর্মা ও নারী দলের দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা।
Discussion about this post