ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট আগেই ছেড়েছেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও নেই। তিনি শুধু নিজেকে ব্যস্ত রেখেছিলেন ওয়ানডেতে। আর সেটাতেও তাকে সবশেষ দেখা গেছে গতবছরের ৫ জুলাই। অনেকেই বলছেন মাশরাফি বিন মর্তুজা আর ফিরবেন না। তিনি নিজে যেন অভিমানে আছেন। যদিও মাশরাফিকে ছাড়াই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামনের সময়ের ওয়ানডে দল গড়ার পরিকল্পনার পথে হাঁটছে।
কারণটাও মনে হচ্ছে সংগত। ফর্মে নেই দেশের ক্রিকেটের এই কিংবদন্তি। এ অবস্থায় মাশরাফি বলেন- ‘এখন সিলেকশনের তো একটা ব্যাপার আছে। টু বি অনেস্ট বিশ্বকাপে ৮ ম্যাচে ১ উইকেট পাবার পর আমার মতে আমি দলে সুযোগ পাবো না। এটা তো আসলে সিলেকশনের ব্যাপার। নির্বাচকরা যদি মনে করে আমাকে সুযোগ দিবে তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। কিন্তু ৮ ম্যাচে ১ উইকেট পেয়ে আমি কিভাবে আপনাদের সামনে বলি যে আমি জাতীয় দলে সুযোগ পাবো? আমার জায়গায় অন্য কেউ হলে তো আরো আগে বাদ পড়তো।’
দলে কী ফের ডাক মিলবে। জানেন না মাশরাফি। বলেন, ‘জানি না আমাকে নিয়ে নির্বাচকদের কি চিন্তা ভাবনা আছে, আমার সাথে কোন আলোচনা হয়নি। তাদের সঙ্গে আরো খেলোয়াড়দের কথা হয়েছে, আমার সাথে কোন কথা হয়নি। তো এক পক্ষ থেকে আমি কিভাবে বলবো? খেলোয়াড় হিসাবে যতটুকু চিন্তা করার কথা আমি অতটুকুই করছি। খেলছি, এনজয় করছি। যদি ওয়ানডে আসে, নির্বাচকরা যদি মনে করে আমাকে সুযোগ দেবে তাহলে খেলবো। কারণ দিন শেষে ক্রিকেটটাই আমার কাছে সব। আমি সব সময় বলে এসেছি যেখানে যাই, যাই করি; ক্রিকেটটাই আমার কাছে সব। তো ক্রিকেটটা আমি মন দিয়ে খেলি। আর যতদিন খেলবো, সেটা জাতীয় দল হোক বা অন্য কোথাও হোক- মন দিয়েই খেলবো। আর ক্যাপ্টেন্সি নিয়ে কি হবে সেটা বোর্ডের সিদ্ধান্ত। আমাকে যদি বলে তখন আমি বলবো। আমার সাইড থেকে আমি বলতে পারি আমি খেলতে চাই। সেটা জাতীয় দল হতে হবে এমন কিছু নয়, আমার জায়গায় যারা খেলছে তারাও ভালো করছে। এটা জরুরি না যে, জাতীয় দলে খেলতেই হবে। এখন বোর্ড যদি মনে করে আমাকে খেলাতে চায় আমি বলবো অবশ্যই খেলবো, অবশ্যই।’
একইসঙ্গে জানালেন, ‘ আমাকে তো সবাই রিটায়ার করিয়ে দিয়েছে। আমি নিজেও হয়তো বা ঐ জায়গায় অবস্থান করছি। আমি জাস্ট যেটা খেলছি, সেটাকেই এনজয় করছি। মাঠ থেকে রিটায়ার করবো কি করবো না সেটা এখনো সিদ্ধান্তই নিইনি। যদি ওরকম কিছু মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে চিন্তাভাবনা করবো।’
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক খেলাটা উপভোগ করছেন এখনো। বলেন, ‘আমি যখন খেলা শুরু করেছিলাম, আমি আবার সেই জায়গাতে ফিরে গিয়েছি। আমি এখন বিপিএল খেলছি। সামনে ঢাকা লিগ উপভোগ করবো, খেলবো। সবসময় জাতীয় দলে খেলতে হবে, জাতীয় দলে খেললেই আপনি খেলোয়াড় না, সেরকম তো না। নিজেকে আমার এতো প্রাধান্য দেবার দরকার আছে বলে মনে করি না। আমি নিজেকে কখনো এতো প্রায়োরিটি দিইও না। আমাকে মাঠ থেকে বিদায় দিবেন সবাই, ফুলের তোড়া নিয়ে সবাই আসবে; এমন প্রয়োজনও দেখি না! আমি যেরকম আছি ভালো আছি, খুশি আছি। আমি এনজয় করছি খেলা, খেলছি।’
Discussion about this post