স্বপ্নের মতো সমাপ্তি। খেলোয়াড় জীবনের ইতি টেনেই আম্পায়ারিং ক্যারিয়ারের বড় মঞ্চে পথ চলা শুরু হচ্ছে তার। তার আগে শুক্রবার সাথিরা জাকির জেসি। ইতি টানলেন পেশাদারি ক্যারিয়ারের। বিকেএসপির চার নম্বর মাঠে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি।
এবার দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন জেসি। হংকংয়ে অনুষ্ঠেয় ইমার্জিং নারী এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করবেন তিনি। ৩২ বছর বয়সী জেসি বিদায় বেলায় পেলেন দারুণ সংবর্ধনা।
বিদায় জানিয়ে দেওয়া বিবৃতিতে জেসি বলছিলেন, ‘অবশেষে এই দিনটি আসলো, যখন আমার নিঃশ্বাস আমাকে ত্যাগ করতে হবে। ক্রিকেট আমার স্বপ্ন, স্বপ্ন থেকে সত্যি, সত্যি থেকে বেঁচে থাকা আর আমার প্রতিটি নিঃশ্বাস এ মিশে গেছে। ২০০৭ থেকে এই ২০২৩ পর্যন্ত এই দীর্ঘ ১৬ বছর প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু সেই ২০০২ সালে বিকেএসপির মাঠেই আমার শুরু আর আজকে ২০২৩ ঠিক ২১ বছর পরে বিকেএসএপি মাঠেই শেষ।’
২০১১ সালে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক জেসির। দুই ওয়ানডে ও এক টি-টুয়েন্টিতে থামতে হয় তাকে। বিদায়ের বিবৃতিতে জেসি আরও বলেন, ‘আজ আমি যা তার সবটাই ক্রিকেট থেকে পেয়েছি, তাই মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রিকেট এর সাথেই থাকতে চাই। আরও ভালোভাবে ক্রিকেট এর সাথে থাকার জন্য আজকে খেলাটাকে বিদায় বলছি। কিন্তু থাকবো সবসময় ক্রিকেট মাঠের মাঝখানে।’
অবশ্য আগেই আম্পায়ারিং ও ধারাভাষ্য শুরু হয়েছে জেসির। এবার পোশাদার হিসেবেই আম্পায়ারিং করবেন তিনি।
Discussion about this post