ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফুসফুসে ৩৫ ভাগ সংক্রমণ-করোনা আক্রান্ত আকরাম খানকে ঘিরে এমন খবরে চিন্তিত ছিলেন ক্রিকেটপ্রেমীরা। দেশবাসীর দোয়া চেয়েছিলেন এই কিংবদন্তি ক্রিকেআর। অবশেষে স্বস্তির খবর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। তিনি। চারদিন যেতেই স্থ হয়ে উঠেছেন আকরাম। রোববার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
নেগেটিভ হওয়ার সুখবর নিয়েই হাসপাতাল ছাড়লেন আকরাম। রাজধানীতে নিজ বাড়িতে ফিরলেন এই সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক। আকরাম খান গণমাধ্যমে নিশ্চিত করেন, ‘এখন বেশ ভালো অনুভব করছি, আলহামদুলিল্লাহ্। সমস্যা দেখছি না। কাশিও আল্লাহ্র রহমতে অনেক কম। বাড়িতেই আছি আমি। দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’
এর আগে করোনা উপসর্গ থাকায় ৯ এপ্রিল নমুনা দেন আকরাম। রাতেই জানতে পারেন তিনি পজিটিভ। তারপর বাসায় আইসোলেশনে ছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। কিন্তু হঠাৎ কাশির মাত্রা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে ভর্তি হন তিনি।
রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ১৫ এপ্রিল থেকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছিল তার চিকিৎসা। তার পথ ধরেই করোনা নেগেটিভ হয়ে বাসায় ফিরলেন আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক।
সেই ১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেক আকরাম খানের। অবসরে নেন ২০০৩ সালে। ক্যারিয়ারে ৪৪ ওয়ানডে ম্যাচে ২৩.২৩ গড়ে করেন ৯৭৬ রান। টেস্ট খেলেছেন ৮টি। করেছেন ২৫৯ রান। আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক ছিলেন আকরাম।
Discussion about this post