জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হল বাংলাদেশের। সোমবার তিনদিনেই মুশফিকুর রহীমের দল হারিয়েছে সফরকারীদের। তবে পরের টেস্টে ঠিক একই দল থাকছে না। ৩ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দলে নেই আল আমিন হোসেন। অবশ্য তিনি নিজেই স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন।
তাইতো আল আমিনের জায়গায় দলে ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক। তিনি এখন ব্যস্ত কলকাতার আচার্য মেমোরিয়াল ট্রফিতে। বিসিবি একাদশকে নেতৃত্ব আছেন এনামুল। ৩০ অক্টোবর প্রতিযোগিতার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এছাড়া বাকী দলে কোন পরিবর্তন নেই।
দ্বিতীয় টেস্টের দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মমিনুল হক, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, তাইজুল ইসলাম ও এনামুল হক।
Discussion about this post