তাকে টি-টুয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই ধরা হয়। কিন্তু সেই বোলারটিই এবার অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ওভারে সবচেয়ে খরুচে বোলারের তকমা লাগল। ড্যারেন স্যামির তান্ডবে দিশেহারা হয়ে পড়েন তিনি। এক ওভারে দেন ৩২ রান। বিপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখালেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এ পেসার।
২০১৩ সালে চারটি ছক্কায় সিলেট রয়্যালসের নাজমুল মিলনের ওভার থেকে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ক্রিস গেইল করেন ২৯ রান। এত দিন সেটাই ছিল বিপিএলের সবচেয়ে খরুচে ওভার।
শনিবার বিপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জায় পড়তে হবে সাইফউদ্দিনকে, তা হয়ত ইনিংসের ১৮তম ওভারের পরেও বুঝতে পারেননি। কারণ তখন তার বোলিং ফিগার ছিল ৩-০-১৮-৩। কিন্তু শেষ ওভারের পর সেটা হয়েছে ৩-০-৫০-৩!
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টি-টুয়েন্টি সিরিজে সাইফউদ্দিনের এক ওভারে ডেভিড মিলার নেন ৩১ রান। সেই দুঃস্বপ্ন যেন বিপিএলে ফিরিয়ে আনেন স্যামি!
Discussion about this post