ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিরাপত্তা নিয়ে দারুণ শঙ্কায় ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কারণটাও সংগত। গত ২১ এপ্রিল ভয়ংকর সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে যায় শ্রীলঙ্কা। বিভিন্ন হোটেল ও চার্চে ভয়াবহ হামলায় জীবন হারায় আড়াই শর বেশি মানুষ। তারপর থেকেই দেশটিতে জরুরি অবস্থা। ঠিক এ অবস্থায় প্রথম কোনো আন্তর্জাতিক দল হিসেবে শ্রীলঙ্কা সফরে গেল বাংলাদেশ দল।
তামিম ইকবাল, মুশফিকুর রহীমদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, তেমনই দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। দলের সঙ্গে বাড়তি নিরাপত্তাকর্মী থাকছে।
শুধু টিম হোটেলেই নয়, পুরো সিরিজকেই নিরাপত্তার ব্যবস্থা কড়াকড়ি রেখেছে শ্রীলঙ্কা। ঠিক এমনই অবস্থায় শনিবার
তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন কলম্বোতে। শনিবার দুপুরেই দেশ ছেড়েছিলেন টাইগার ক্রিকেটাররা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কলম্বোতে পা রাখেন তামিম-মুশফিকুর রহিমরা।
চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ ও ভারতে টুর্নামেন্ট খেলার কারণে ১৪ জনের দলের মধ্যে ৭ জন গেলেন প্রথম দফায়। শনিবার কলম্বো চলে গেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলে যাবেন- এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। ভারত থেকে শ্রীলঙ্কার পথ ধরবেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। রোববার যাওয়ার কথা রুবেল হোসেনের।
শুক্রবার ইনজুরিতে এই সফর শেষ হয়ে যায় মাশরাফি বিন মর্তুজার। একই কারণে দলে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের বদলে ডাক পেলেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।
Discussion about this post