গতবারের চ্যাম্পিয়ন তারা। আর সেই জয়ের নায়ক তিনি। আরো একটা টি-টুয়েন্টি বিশ্বকাপ যখন সামনে তখন ক্রিস গেইলকে নিয়ে তো মাতামাতি হবেই! ঢাকায় পা দিতেই আগ্রহের কেন্দ্রতে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। ক্রিস গেইল নিজেও প্রস্তুত।
হার্টহিটার এই ব্যাটসম্যান মিডিয়ার মুখোমুখি হয়েই বললেন, ‘আমাদের লক্ষ্যই থাকবে শিরোপা ধরে রাখা। দেখুন টি-টুয়েন্টি বিশ্বকাপে কোনো দেশ টানা দু’বার ট্রফি জিততে পারেনি। আমরা সেটা করে দেখাতে চাই।’
যদিও গেইল জানেন লড়াইটা সহজ নয়। জানালেন, ‘আসলে সবারই ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে। ২০ ওভারের খেলায় কেউ ফেভারিট নয়। জানি শিরোপা জিততে হলে সেরাটা দিয়েই লড়তে হবে।’
টুর্নামেন্ট খেলার আগে দেশের মাঠে প্রস্তুতিটা বেশ ভালই হয়েছে ক্রিস গেইলদের। নিজেদের মাঠে ইংল্যান্ডকে টি-টুয়েন্টি সিরিজে হারিয়েছে তারা।
সব কিছু মিলিয়ে ট্রফি জিতে ফের ‘গ্যাংনাম’ নাচে মেতে উঠতে তৈরি গেইল।
http://youtu.be/vDBnDQ9C5SU
Discussion about this post