ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কিছুদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। ডাক্তারি ভাষায় যেমনটা বলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ। করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরই রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লড়াই করলেও জীবনে ফিরতে পারলেন না। মারা গেলেন প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ক্রিকেট ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী ফেসবুকে লিখলেন, ‘রাইস ভাই নেই । অভিবাবক বিয়োগের বেদনা নিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বিদেহী আত্মার কল্যাণ হোক। আমিন।’
মৃত্যুকালে মৃত্যুকালে এ প্রবীণ ক্রিকেট সংগঠক রাইসউদ্দিনের বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোকবাণীতে তার অবদানের কথাও লিখলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি রাইসউদ্দিন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত ছিলেন ভাইস প্রেসিডেন্ট।
বাংলাদেশের ক্রিকেট ইহিতাস লিখতে গেলে নিতেই হবে তার নাম। রাইসউদ্দিন আহমেদের চেষ্টাতে ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব খেলতে আসে বাংলাদেশে। রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক দুটি দলের বিপক্ষে দুটি দুই দিনের ম্যাচ খেলে শুরু। এরপর তখনকার ঢাকা স্টেডিয়ামে ৭ জানুয়ারি থেকে একটি তিন দিনের ম্যাচ খেলে। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ‘বাংলাদেশ’। সেই বারই প্রথম বাংলাদেশ নামে কোন একটি দল ক্রিকেট ম্যাচ খেলতে নামে।
তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘নেপথ্যের কারিগর’। বাংলাদেশে প্রথম কোনো বিদেশি দলকে আমন্ত্রণ জানানো, আইসিসির সদস্যপদ পাওয়া, সবই তার উদ্যোগে। রাইসউদ্দিন ছিলেন বাংলাদেশ বিমানের চিফ অব অ্যাডমিন। সে সুবাদে লন্ডন যেতেন প্রায়ই। মেরিলিবোন ক্রিকেট ক্লাব দল ইতিবাচক প্রতিবেদন দেওয়ার পর আইসিসি সহযোগী সদস্যপদ হওয়ার পথ খুলে যায় বাংলাদেশের।
রাইসউদ্দিন ফুটবল, ক্রিকেট, সফটবল, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন সব খেলেছেন। নটরডেম কলেজ থেকে ইন্টার কলেজ স্পোর্টসে হাই জাম্প, লং জাম্প, ১০০ ও ২০০ মিটারে ফার্স্ট হয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন কায়েদ-ই-আজম ট্রফিতে। পাকিস্তান-নিউজিল্যান্ড আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যও দিয়েছিলেন তিনি।
ক্রিকেট বোর্ডের পাশাপাশি বাংলাদেশ বিমানেরও বড় কর্মকর্তা ছিলেন রাইসউদ্দিন।
Discussion about this post