সপ্তাহ খানেক হয়েছে আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। তবে এরপর থেকেই দেশটিতে আতঙ্কে ছড়িয়ে পড়েছে। দেশ ছাড়তে গিয়ে বিমান থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ফুটবলারের। ক্রিকেটাঙ্গনেও আছে হতাশা। তবে অনেকেই বলছেন, বিশেষ করে পুরুষদের ক্রিকেট নিয়ে সমস্যা নেই।
তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর কিছুটা হতাশা থাকলেও এখন আশাবাদী রশিদ খানও। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার মনে করছেন ক্রিকেট খুব বেশি বদলাবে না। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এ এখন ব্যস্ত রশিদ।
এই টুর্নামেন্টে খেলার ফাঁকে এই তারকা ক্রিকেটার বলেন, ‘দেখুন, ক্রিকেট খুব বেশি প্রভাবিত হবে না। দেশে সবাই ক্রিকেট ভালোবাসে। খেলাটাকে তারা পছন্দ করে, ক্রিকেটারদের পাশে থাকে এবং সেটা দেখাটা দারুণ। গত কিছুদিনে আমরা কিছু সাক্ষাৎকার দেখেছি। তারা খেলা নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন তাদের কোনো সমস্যা নেই। খেলোয়াড়দের তারা বিশ্বজুড়ে খেলতে ও লড়তে দেখতে চান এবং এটা দেখতে ভালোবাসেন। এই মুহূর্তে তারা ক্রিকেটে সমস্যা দেখছেন না।’
সামনেই শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি চলছে তাদের। এ অবস্থায় আফগান ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারেশন্সের প্রধান হিকমত হাসান বলেন, ‘ক্রিকেট নিয়ে তালেবানদের কোনো সমস্যা নেই। তারা আমাদের বলেছে যে আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারি পরিকল্পনা অনুযায়ী। কাবুলে দুটি ট্রেনিং ক্যাম্প করেছি আমরা, স্পন্সর আছে আমাদের, এমনকি পোশাকও প্রস্তুত।’
আসছে অক্টোবর-নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানদের খেলা নিয়েও শঙ্কা দেখছেন না হিকমত। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, আমরা এতে অংশ নিতে পারব এবং সামনে প্রস্তুতিও ঠিকঠাক নিতে পারব। আমার মনে হয় কোনো সমস্যা হবে না।’
এরমধ্যে আগামী ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা আফগানদের অনূর্ধ্ব-১৯ দলের। আগামী মাসে জাতীয় দলের পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তারপর নিয়মিত ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট শাগিজা ক্রিকেট লিগ। এই সিরিজগুলো হবে কীনা প্রশ্ন তো আছেই।
Discussion about this post