ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন দুয়েক আগেই তার নামটা উঠে এসেছিল উইজডেনে। ক্রিকেটের বাইবেল খ্যাত এই সাময়িকীর দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পান সাকিব আল হাসান। এবার নতুন এক কীর্তি যোগ হলে তার নামের পাশে। কেট অস্ট্রেলিয়ার (সিএ) দশক সেরা ওয়ানডে একাদশেও আছেন সাকিব।
জুয়াড়িদের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য এখন নিষিদ্ধ বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাকিবকে দলে রেখে সিএ জানাল, ‘ধারাবাহিক পারফরম্যান্সই দশকসেরা একাদশে জায়গা করে দিয়েছে সাকিবকে। এই দশকে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার। একাদশের অন্য ব্যাটসম্যানদের মতো মারমুখী নন সাকিব, তবে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন। বাঁহাতি স্পিনে খুবই কার্যকর তিনি। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন এই অলরাউন্ডার। একারণে তাকে রাখা হল ওয়ানডে দলে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশে সুযোগ না পেলেও বিবেচনায় ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। ধোনির কারণে উইকেটরক্ষক হিসেবে জায়গা পাননি তিনি। সিএ লিখেছে, ‘উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে তার (মুশফিক) মূল্যের স্বীকৃতি দিতেই হবে। ব্যাট হাতে তার গড় ৪০-এর বেশি।’
সিএ’র দশকসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। ওপেনার রোহিত শর্মা ও হাশিম আমলা। তারপরই বিরাট কোহলি। স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে আফগানিস্তানের রশিদ খান। পেসে- অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে দল-
রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গা।
Discussion about this post