আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার অবসর নিয়েছেন তিনি। আবার ফিরেও এসেছেন। সেই শহীদ আফ্রিদিকে আবারো দেখা যাবে ক্রিকেটে। এই অলরাউন্ডারকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি চ্যারাটি টি-টুয়েন্টি ম্যাচে খেলবেন। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে আইসিসি। সেই দলে তার সঙ্গী শোয়েব মালিক আর থিসারা পেরেরা। এ চ্যারিটি ম্যাচে ডাক পেয়ে খুশি আফ্রিদি। তিনি বলেন ‘এত মহান একটি ব্যাপারে নির্বাচিত করায় আমি ধন্য। ক্রিকেট একটি বিশাল পরিবারের মতো, একে অপরের বিপক্ষে যতই প্রতিদ্বন্দ্বিতাই করি না কেন, আমাদের মধ্যে বন্ধনটা অনেক দৃঢ়।’
২০১৭ সালের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে তছনছ হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। সেই স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে আগামী ৩১ মে লর্ডসে একটি চ্যারিটি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজন করবে আইসিসি। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশ। এরইমধ্যে দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। কিন্তু এখনও ঠিক হয়নি বিশ্ব একাদশের স্কোয়াড।
বিশ্ব একাদশে এ পর্যন্ত চারজন ক্রিকেটার নিশ্চিত করতে পেরেছে আইসিসি। তারা হলেন- ইয়ন মরগান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা।
ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিট, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, স্যামুয়েল বাদ্রি, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস।
Discussion about this post