বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন অবশেষে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন। তরুণ বয়সেই এই দায়িত্ব পেয়ে তিনি জানিয়েছেন-এটা তার ব্যক্তিগত জয় নয়, বরং ক্রিকেটারদের জয়।
ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় মিঠুন বলেন, ‘এটা আসলে জেতা-হারাটা মূল বিষয় না। আমি মনে করি, এটা ক্রিকেটের জয় হয়েছে। ক্রিকেটাররা একসঙ্গে হওয়ার সুযোগ খুব কমই পাই। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন ও সাবেক অনেক ক্রিকেটারের সঙ্গে পরিচিত হয়েছি।’
তার মতে, নির্বাচন শুধু নেতৃত্ব বদলের নয়, বরং ক্রিকেটারদের পারস্পরিক বোঝাপড়া এবং ঐক্য বাড়ানোর বড় সুযোগ।
নতুন সভাপতি বিসিবির সঙ্গে সম্পর্ককে পারিবারিক বন্ধন হিসেবে উল্লেখ করেছেন, ‘ক্রিকেটাররা বিসিবির, বিসিবি ক্রিকেটারদের। এটা একটা পরিবার। এখানে কোনো ফাঁক থাকা উচিত নয়। বিসিবি আমাদের অভিভাবক, আমরা যেকোনো সমস্যা তাদের কাছেই জানাব।’
খেলোয়াড়ি জীবনকে সবার আগে রাখলেও মিঠুন মনে করছেন সভাপতির দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ, ‘আমার প্রথম কাজ মাঠে খেলা। তবে এই দায়িত্বও অবহেলা করার নয়। এটা সেবামূলক জায়গা, সবাই দায়বদ্ধতা থেকে কাজ করবে।’
ক্রিকেটারদের স্বার্থে আপসহীন থাকার ঘোষণা দিয়ে মিঠুন বলেন, ‘একটা জিনিস আদায় করা যায় দুইভাবে-সুন্দরভাবে অনুরোধ করে, অথবা লড়াই করে। আমরা চেষ্টা করব সমঝোতার মাধ্যমে সমাধান করতে। এরপরও যদি না হয়, আমি ক্রিকেটারদের স্বার্থেই লড়ব। বোর্ডের কেউ খুশি না হলেও সেটা আমার কাছে বড় নয়।’
Discussion about this post