বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আফসোসটির নাম হয়তো মোহাম্মদ আশরাফুল। সেই আফসোস নিয়েই আগামীকাল শুরু হচ্ছে জাতীয় দল ও এ- দলের ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। একটা সময় গণমাধ্যমের নজর থাকতো আশরাফুল আছেন কি নেই! ক্যাম্প হোক আর জাতীয় দল হোক বাদ পড়লে পক্ষে-বিপক্ষে চলতো নানা আলোচনা-সমালোচনা। নির্বাচকরা হতে প্রশ্নবানে জর্জরিত। কিন্তু এবার সবার জানা, আশরফুলকে ছাড়াই এই ক্যাম্পের জন্য ক্রিকেটারদের তালিকা তৈরি করতে হবে নির্বাচকদের। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর শেষ হওয়ার পর আক্টোবরে নিউজিল্যান্ড বাংলাদেশে আসার আগ পর্যন্ত কোন মাঠে ক্রিকেট খেলা নেই। তাই বলে বাংলাদেশ ক্রিকেট আলোচনার বাইরে ছিল না। আশরফুলের ফিক্সিং কেলেঙ্কারি বাংলাদেশ ক্রিকেটকে রাখে আলোচনার তুঙ্গে। এবার মাঠে মনোযোগ দেয়ার চিন্তা করেছে বিসিবি। আর সামনের লম্বা ক্রিকেট সূচি নিয়েও ব্যস্ত নির্বাচকরাও। প্রধান নির্বাচক আকরাম খান মনে করেন এখন বিতর্কিত বিষয় নয়, মাঠেই মনোযোগ দেয়াটা বেশি দরকার। এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ ও ২৩ দলের ক্যাম্প চলছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর কাল থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর ঘোষণা দিলেন আকরাম খান। তবে আশরাফুল ছাড়া আর কেউ কি বাদ পড়তে যাচ্ছে? এই বিষয়ে আকরাম বলেন, ‘না, আমাদের কাছে অন্য কাউকে না ডাকার বিষয়ে কোন নিদের্শনা নেই।’
এই কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও ‘এ’-দলের ক্রিকেটাররা থাকছেন। প্রধান নির্বাচক আকরাম খান বলেন, ‘এই ক্যাম্প হবে ফিটনেস ট্রেনিংয়ের জন্য। আমরা ২৮/৩০ জন ক্রিকেটারকে এই ক্যাম্পে ডাকবো। এখানে ‘এ’-দলের ক্রিকেটারও থাকছে। কারণ আগস্টে বাংলাদেশ ‘এ’ দল ইংল্যান্ড সফরে যাচ্ছে।’ তবে আশরাফুলের ফিক্সিং আর আকসুর তদন্ত নিয়ে মন্তব্য করতে রাজি নন আকরাম খান। কিন্তু এও স্বীকার করে নিলেন সব ধরনের ক্ষতিই হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। তিনি বলেন, ‘আশরাফুলের বিষয়টি এখনও তদন্ত করছে আকসু। তাই এই বিষয়ে আমাদের কথা না বলার জন্য নির্দেশনা আছে। তবে এটা বলতে পারি আশরাফুলের সার্ভিস বঞ্চিত হবে বাংলাদেশ ক্রিকেট- এটা বাংলাদেশের জন্য বড় একটি ক্ষতি।’
অন্যদিকে মিরপুর স্টেডিয়ামে এখন ক্রিকেটারদের তৈরি করতে চলছে কয়েকটি ক্যাম্প। অনূর্ধ্ব-১৯ দল জুলাইয়ে যাবে ইংল্যান্ডে। এছাড়া অনূর্ধ্ব-২৩ দল আগস্টে এসিসি এমার্জিং কাপ খেলতে যাবে সিঙ্গাপুরে। তাই বলা চলে ফিক্সিং বিতর্ক কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও ক্রিকেটারদের ফেরাতে চাইছেন ক্রিকেট জগতে। আকরাম খানও মনে করেন ক্রিকেটারদের ক্রিকেটের বাইরে চিন্তা না করাই ভাল। তিনি বলেন, ‘আশরাফুল নিষিদ্ধ হবে। এটা অন্য ক্রিকেটারদের জন্য একটা বার্তা। তাদের অবশ্যই আকসু যখন ব্রিফ করে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা পালন করতে হবে।’
-স্পোর্টস রিপোর্টার
Discussion about this post