ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে ক্রিকেটাররা আপাতত ঘরবন্দী। তবে ফিটনেস ঠিক রাখতে গত দুই-আড়াই মাস প্রায় যে যার মতো দৌড়ঝাঁপ করেছেন। তবে এভাবে আর কতদিন চলবে? অবশেষে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য দেশের চারটি জায়গায় খুলে দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীই ক্রিকেটারদের অনুশীলন সুবিধার ব্যাপারে বলেছেন, ‘ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে আমরা অনুশীলন শুরু করার ব্যবস্থা করছি। যদি কেউ চায়, আর পাঁচ-সাতদিন পর থেকে ব্যক্তিগত উদ্যোগে এসব জায়গায় অনুশীলন করতে পারবে।’ এসব জায়গায় বিসিবির আওতাধীন মাঠ, জিম ও অন্যান্য অনুশীলন সুবিধা ব্যবহার করতে পারবেন জাতীয় দল ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটাররা। তবে সে জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি ও বিসিবির বেঁধে দেওয়া নিয়মকানুন।’
এরআগে ঢাকা ও ঢাকার বাইরের অনেক ক্রিকেটারই বিসিবির কাছে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করার ইচ্ছার কথা জানিয়েছেন। সেটিরই ধারাবাহিকতায় এ ব্যবস্থা। এ ব্যাপারে নিজাম উদ্দিন বলেন, ‘সবার তো বাসায় জিম–সুবিধা নেই, অনুশীলন করারও উপায় নেই। সে জন্য কয়েকজন ক্রিকেটার আমাদের বলেছে, তারা মাঠে গিয়ে অনুশীলন করতে চায়। কিন্তু করোনা পরিস্থিতিতে হুট করে এ ব্যবস্থা করা সম্ভব নয়। আমরা সব রকম স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে ক্রিকেটারদের সীমিত পরিসরে অনুশীলন–সুবিধা দিতে যাচ্ছি।’
এদিকে সীমিত পরিসরে অনুশীলন’–এর ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘প্রথমে ক্রিকেটাররা একজন একজন করে আসবে অনুশীলন করতে। ঘণ্টাখানেক অনুশীলন করে চলে যাবে। এরপর আরেকজন…।’
Discussion about this post