ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই বাংলাদেশ ক্রীড়াঙ্গনে করোনার হানা। একদিন আগেই জানা গিয়েছিল করোনাভাইরাস পজেটিভ নাফিস ইকবাল। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার অবশ্য ধাক্কা সামলে উঠার পথে আছেন। এরপর শনিবার খবর ছড়িয়ে পড়ে প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা। বেলা গড়াতেই জানা গেল নাজমুল হোসেন অপুও করোনায় আক্রান্ত।
শনিবার টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির। নাফিস ইকবাল একা নন, স্ত্রী-সন্তান এবং তার মা-ও করোনা ভাইরাসে আক্রান্ত। সবাই চিকিৎসা নিচ্ছেন।
এরমধ্যে গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন মাশরাফি। সঙ্গে শরীর ব্যথা। এ অবস্থায় করোনা পরীক্ষা করান সাবেক এই অধিনায়ক। শনিবার পাওয়া রিপোর্টে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। অবশ্য জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই। বাসাতেই আছেন তিনি।
এর আগে নড়াইলে অবস্থানরত মাশরাফির শাশুড়ি আর স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। ম্যাশ ছিলেন ঢাকাতেই।
চট্টগ্রামে ছিলেন নাফিস ইকবালের পরিবার। সেখানেই করোনা হানা দেয় দিন চারেক আগে। এই সাবেক ক্রিকেটারের জ্বর ছাড়া এখনো অন্য কোন উপসর্গ দেখা দেয়নি। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। নাফিসের ছোটভাই তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক।
এদিকে গত সপ্তাহে নাজমুলের শরীরে দেখা দেয় করোনার উপসর্গ। গত বুধবার করোনা পরীক্ষা করিয়ে শনিবার দুপুরে তাঁর করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত হয়। নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন নাগিন ড্যান্স দিয়ে আলোচিত এই ক্রিকেটার।
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে নারায়নগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য–সহযোগিতা করে আসছিলেন এই ক্রিকেটার। এ অবস্থায় শুধু নাজমুল নন, তার বাবা-মাও করোনা পজিটিভ হয়েছেন।
এদিকে করোনার দুঃসময়ে নানা ময়মনসিংহের ব্রাহ্মপল্লির নিজ বাড়িতে নীরবেই সময় কাটছিল সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালার। সাবেক এই বাঁহাতি স্পিনার চলে গেলেন নীরবে।
শুক্রবার ভোরে ময়মনসিংহের ব্রাহ্মপল্লির নিজ বাড়িতে মারা যান বরেণ্য এই ক্রিকেটার। গেল বছর স্ট্রোকে কাবু হয়ে পড়েন। এরপর থেকে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৭৯ বছর বয়সী মারা গেলেন তিনি। সব মিলিয়ে ক্রিকেটাঙ্গনে খারাপ সময় যাচ্ছে।
Discussion about this post