ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা নাম-ডাক নেই তার। তকে নেদারল্যান্ডসের ক্রিকেটে কিংবদন্তি ওয়েসলি বারেসি। দেশটির অনেক স্মরণীয় জয়ের নায়ক। বাংলাদেশ, ইংল্যান্ড, জিম্বাবুয়েকে হারানোয় রেখেছেন বড় অবদান। এবার সেই তিনি ক্রিকেটকে গুডবাই বললেন।
নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের বড় ভরসা ছিলেন বারেসি। পাশাপাশি করতে কিপিং। মাঝেমধ্যে হাতে নিতেন বলও। সেই তিনিই সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। টুইটারে ৩৬ বছর বয়সী এ তারকা বলেন, ‘তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারা তো বটেই, দেশের হয়ে লম্বা সময় খেলতে পারা, দারুণ সব অর্জনের স্বাক্ষী হওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ১৮ বছর ধরে এটা করতে পারার তৃপ্তি পাওয়া অনেক বড় সম্মান ও প্রাপ্তি আমার জন্য।’
টুইটারে বারেসি আরও জানিয়েছেন, ‘ক্রিকেটবিশ্ব পুরোপুরি জানে না একজন সহযোগী দেশের ক্রিকেটারের ত্যাগ, নিবেদন ও আত্ম-অনুপ্রেরণার গল্প। স্মরণীয় সব স্মৃতিগুলোর দিকে আমি পেছন ফিরে তাকাই এবং জানি যে, এসব আমাদের নিজেদেরই করতে হয়েছে।’
বারেসির জন্ম দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হলেও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন নেদারল্যান্ডসের হয়ে। ওয়ানডে দিয়ে অভিষেক ২০১০ সালে। ওই বছরই তিনি দলকে দারুণ এক জয় এনে দেন বাংলাদেশের বিপক্ষে।
নেদারল্যান্ডের হয়ে বারেসি রান করেছেন ১৭২৬। এদিকে লিস্ট ‘এ’ ক্রিকেটে বারেসির রান ২৮৭১। যা ডাচদের হয়ে সর্বোচ্চ।
ব্যাট-প্যাড তুলে রাখার নিয়ে বারেসি বলেছেন,সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। মেনে নেওয়াও কষ্টের। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই স্বস্তি খুঁজে পেয়েছি।
Discussion about this post