আরো একটি সম্মানে ভূষিত হলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের পর এবার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট দলে উঠে এসেছেন এই দুই টাইগার ক্রিকেটার। ২০১৭ সালের সেরা টেস্ট একাদশে বিশ্বসেরাদের সঙ্গে আছেন এই দু’জন।
এই দলে দুর্দান্ত ফর্মে থাকা আন্তর্জাতিক তারকারা রয়েছেন। আছেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদাবার মতো চেনা মুখ। দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার স্মিথ। বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব।
২০১৭-এর শুরুতেই ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেন তিনি। ক্রিকইনফো সাকিবের বাঁহাতি স্পিনকেই এগিয়ে রেখেছে। ২০১৭ সালে সাকিব ৭ টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করেছেন, উইকেট নেন ২৯টি।
এদিকে টেস্ট দলে উইকেটরক্ষকের চেয়েও ব্যাটসম্যান হিসেবেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় মুশফিককে। ক্রিকইনফোর একাদশে তিনি যদিও সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে। ২০১৭ সালে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি। ২০১৭ সালে ৫৪.৭১ গড়ে ৭৬৬ রানের পাশাপাশি ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫৯ রান করেন সদ্য টেস্ট নেতৃত্ব হারানো এই তারকা।
ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশ-
ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাথান লায়ন, কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও নিল ওয়াগনার।
Discussion about this post