ক্যারিয়ারের শুরুর সেই চেনা ছন্দ ফিরে পেয়েছেন তিনি। অথচ কিছুদিন আগেও নিজেকে ফিরে পেতে লড়তে হয়েছে তাকে। সত্যিকার অর্থেই অস্ত্রোপচারের ধাক্কা সামলানো সহজ নয়। সেই চাপ কাটিয়ে আয়ারল্যান্ড সফরের শুরু থেকেই মেলে ধরেন নিজেকে। প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেট। তারপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট। বল হাতে এই সাফল্যের পুরস্কার পেয়ে গেলেন মুস্তাফিজুর রহমান।আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে উঠলেন বাংলাদেশের বাঁহাতি এ পেসার। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এ বাঁহাতি পেসার এবার উঠে এসেছেন ১৮তম স্থানে। এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে এটিই তার সেরা অবস্থান।
চলমান ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে বল হাতে নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি মুস্তাফিজের। তবে দ্বিতীয় নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেন। কিউইদের বিপক্ষে ৩৩ রানে নেন ২ উইকেট। পরের ম্যাচে স্বাগতিক আইরিশদের বিপক্ষে নিজেকে আরও ছাড়িয়ে যান কাটার মাস্টার। ৯ ওভারে মাত্র ২৩ রানে ৪ উইকেট নেন তিনি।
টানা দুই ম্যাচে ভালো করার ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে মুস্তাফিজের অবস্থান এখন ১৮ তম। তার রেটিং পয়েন্ট ৫৮৩।
ক্রিকেটের তিন সংস্করণে এবারও শীর্ষ অলরাউন্ডারের জায়গাটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে বোলিংয়ে দুই ধাপ নেমে ৮ থেকে ১০-এ গেছেন তিনি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে সৌম্য সরকারের। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশিয় সিরিজে টাইগার ওপেনার টানা দুটি হাফসেঞ্চুরির পুরস্কার পেলেন হাতে-নাতে। ৭ ধাপ এগিয়ে তিনি এখন ২৭ নম্বরে আছেন।
Discussion about this post