ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো রান উৎসব দেখা গেল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০১৪ সালের পর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে নেমেই চমক দেখালেন তামিম ইকবাল। তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস খেললেন এই তারকা ওপেনার। শনিবা সেঞ্চুরি পেলেন মুমিনুল হক।
পূর্বাঞ্চলের এই দুই তারকার ব্যাটে চাপে রয়েছে মধ্যাঞ্চল। বিসিএলের প্রথম রাউন্ডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৯৫ ওভারে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল তুলেছে ২ উইকেটে ৩৯৫। আগের দিন ২১৩ রানে অলআউট হয় ওয়ালটন মধ্যাঞ্চল।
শনিবার দিন শেষে ২২২ রানে অপরাজিত তামিম। ২৮১ বলের ইনিংসে হাঁকালেন ৩০টি চার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ষোড়শ শতক। এবার ট্রিপল সেঞ্চুরির পথে তামিম।
ইতিহাস জানাচ্ছে-প্রথম শ্রেণির ক্যারিয়ারে তামিম ইকবালের আগের সেরা ইনিংস ছিল বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে আগের সর্বোচ্চ ছিল ২০১২ জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে ১৯২ রান।
শনিবার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২১তম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। করেছেন ১১১ রান। এই শতকের পথে বাংলাদেশ তের নম্বর ব্যাটসম্যান হিসেবে এই ফরম্যাটে করেন ৭ হাজার রান।
শেরেবাংলায় ১২৬ বলে ১৪ চারে তামিম করেন সেঞ্চুরি। ১৮০ বলে দেড়শ। ডাবল সেঞ্চুরি করতে খেলেন ২৪২ বল। মুমিনুলের সেঞ্চুরি করেন ১৮০ বলে।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল: ১ম ইনিংসে ২১৩/১০
পূর্বাঞ্চল: ১ম ইনিংসে ৯৫ ওভারে ৩৯৫/২ ( পিনাক ২৬, তামিম ২২২*, মুমিনুল ১১১, ইয়াসির ২২*; মুস্তাফিজ ১৯-২-৮৭-০, শহিদুল ১৪-০-৮৩-০, শুভাগত ৩১-৫-১০৮-১, মুকিদুল ১৫-০-৫১-১, সোহরাওয়ার্দী ১১-১-৩৩-০, সাইফ ৫-০-২৪-০)।
Discussion about this post