ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে ১০ জানুয়ারি। কিন্তু তার আগেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়লেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে রানিং ও ব্যাট হাতে কিছুক্ষণ ড্রিল করে জিমে ফিটনেস সেশন সারেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।
ক্যাম্প সামনে রেখে অনেক ক্রিকেটারই মিরপুরে আসছেন। তাদের সঙ্গে যোগ হলেন সাকিবও। ঝাঁকড়া চুল ছেঁটে ফেলায় আগের সাকিবকেই দেখা যায় মাঠে। দেশে ফিরে ৯৬ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন তিনি।
আগামী ২০ জানুয়ারি মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজে দুটি টেস্ট রয়েছে। বিসিবি এরইমধ্যে দুই সংস্করণের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে। ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে ২৪ ও টেস্টে ২০ ক্রিকেটারকে।
করোনার ধাক্কা কাটিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে গেল বছরের মার্চের পর মাঠে নামা হয়নি টাইগারদের। সাকিবের অপেক্ষা আরও বেশি সময়ের। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগকে না জানানোয় একবছর সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি।
গত রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ চলাকালীন অবস্থায় তার শ্বশুর গুরুতর অসুস্থ হলে তিনি যুক্তরাষ্ট্র ফেরত যান। সেখানে সময় কাটিয়ে ফিরে ৯৬ ঘন্টা না যেতেই তাকে দেখা গেল মাঠে!
Discussion about this post