প্রথমে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ। এরপর ওয়ানডেতেও সেই একই ফল। শেষ বেলায় টি-টুয়েন্টিতে এসেও একই ফল পাবে তো বাংলাদেশ? দেয়ালে পিঠ ঠেকে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সমতা নিয়ে শেষ করতে হলে যে বৃহস্পতিবার জিততেই হবে। প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটিই হবে মাশরাফির শেষ ম্যাচ।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ।
প্রিয় অধিনায়কের শেষটা জয়ে রাঙাতে চায় তার সতীর্থরা। দলের তরুন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বলছিলেন, ‘দেখুন, জয়ের তো কোনো বিকল্প নেই আমাদের। আমি ব্যক্তিগতভাবে বলবো- এই ম্যাচ খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। তাকে বিদায়ী উপহার দেওয়ার জন্য সবাই চাইবো ম্যাচ জিততে।’
এখানেই শেষ নয়। তিনি বুধবার মিডিয়াকে আরো বলেন, ‘মাশরাফি ভাইয়ের সিদ্ধান্তটা মেনে নিতে পারছিলাম না আমরা। যত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাঁর কাছ থেকে অনেক কিছুই পেয়েছি, শিখেছি আমি। তাঁর কাছ থেকে আরও অনেক কিছুই শেখার আছে আমাদের।’
একইসঙ্গে মোসাদ্দেক জানান, আগের ম্যাচের ভুল সামলে উঠতে পারলে এই ম্যাচে জেতা সম্ভব। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে লঙ্কানদের কাছে ৬ উইকেটে হারে টাইগাররা।
Discussion about this post