ইউএস ওপেনের শেষ আটে উঠে গেলেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। স্বদেশি তরুণী স্লোয়ানে স্টেফেনসকে হেলায় ৬-৪ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সেরেনা। চারবারের ইউএস ওপেনজয়ী ৩১ বছর বয়সী এই খেলোয়াড় আরো একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য প্রস্তুত।
শেষ আটে সেরেনার প্রতিপক্ষ স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। যিনি শেষ ষোলতে হারিয়ে দিয়েছেন জার্মানির অষ্টম বাছাই অ্যানজেলিক কারবারকে। জিতেছেন ৪-৬, ৬-৩ ও ৭-৬ গেমে।
মেয়েদের এককে আরও বড় অঘটন ঘটেছে। চলতি ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন পোল্যান্ডের তৃতীয় বাছাই আগনিয়াস্কা রাদওয়ানস্কা। রাশিয়ার একাতেরিনা মাকারোভা তাকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে চলে গেছেন প্রি কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলতে মাকারোভা খেলবেন এশিয়ার এক নম্বর তারকা চীনের লি নার সঙ্গে। যিনি ৬-৩ ও ৬-০ গেমে হারান ইয়েলেনা জানকোভিচকে।
ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে জার্মানির ফ্লোরিয়ান মেয়ারকে ৭-৬, ৬-২ ও ৬-২ গেমে হারিয়ে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। তবে সহজে জিতেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ। পর্তুগালের হোয়াও সুজাকে তিনি হারান ৬-০, ৬-২ ও ৬-২ গেমে।
Discussion about this post