ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচেই তার ধীর গতির ব্যাটিং সমালোচিত হয়েছে। অনেকে আগ বাড়িয়ে বলছিলেন ওয়ানডেতে এসে টেস্টের ব্যাটিং করলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এবার ঠিকই ছন্দ ফিরে পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বিরাট কোহলি খেলেছেন তার সেই চেনা ক্রিকেট। আর দু’জনের ব্যাটেই মঙ্গলবার অ্যাডিলেডে রান পাহাড় টপকে জয় তুলে নিয়েছে ভারত।সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে লড়াইয়ে ফিরেছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নেয় কোহলির দল।
এই জয়ে এখন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা। এর অর্থ শুক্রবার অজিদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটি হয়ে গেল অলিখিত ফাইনাল।
খেলায় শন মার্শের দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিরাট কোহলির ব্যাটিং আর মহেন্দ্র সিং ধোনির দারুণ ফিনিশিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে সফরকারীরা।
মঙ্গলবার অ্যাডিলেড ওভালৈ টস জিতে ব্যাটিংয়ে নেমে শন মার্শ (১৩১) ও গ্লেন ম্যাক্সওয়েলের (৪৮) ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রান তুলে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৪ বল আর ৬ উইকেট হাতে রেখে কোহলি (১০৪) ও ধোনির (৫৫*) দৃঢ়তায় ম্যাচ জিতে ভারত।
যদিও টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ওপেনাররা দাঁড়াতেই পারেনি। ইনিংসের সপ্তম ওভারে ভুবনেশ্বর কুমারের শেষ বলে অ্যারন ফিঞ্চ বোল্ড। অ্যালেক্স কুরি সাজঘরে ফেরেন ধাওয়ানের ক্যাচে মোহাম্মদ শামির বলে। এরপর উসমান খাজার সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন শন মার্শ। খাজা ফিরেন ২১ রানে।
মার্শ দারুণ লড়ে ১০৮ বলে ১০ চারে সেঞ্চুরি করেন শতরান। ১২৩ বলে তুলেন ১৩১ রান। ৩৭ বলে ৪৮ রান করে আউট গ্লেন ম্যাক্সওয়েল।
৪৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। ৫৮ রানে ৩টি উইকেট নেন মোহাম্মদ শামি।
এরপর জবাব দিতে নেমে শিখর ধাওয়ান (৩২) ও রোহিত শর্মার ব্যাটে ভাল শুরু পায় ভারত। তারপরও একটা সময় হারের শঙ্কা ভর করেছিল সফরকারী শিবিরে। তবে পথ দেখান কোহলি। ভারত অধিনায়ক ১০৮ বলে ৫ চার ও ২ ছয়ে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি করেন। ১০৪ রানে ফিরেন তিনি। ধোনি ৫৪ বলে ৫৭ রান করে দলকে জিতিয়ে ফিরেন। দিনেশ কার্তিক ১৪ বলে ২৫ রানে অপরাজিত। ১০৪ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা ভারত অধিনায়ক কোহলি।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৯৮/৯ (কেয়ারি ১৮, ফিঞ্চ ৬, খাজা ২১, মার্শ ১৩১, হ্যান্ডসকম ২০, স্টয়নিস ২৯, ম্যাক্সওয়েল ৪৮, রিচার্ডসন ২, লায়ন ১২*, সিডল ০, বেহরেনডর্ফ ১*; ভুবনেশ্বর ৪/৪৫, শামি ৩/৫৮, সিরাজ ০/৭৬, কুলদীপ ০/৬৬, জাদেজা ১/৪৯)
ভারত: ৪৯.২ ওভারে ২৯৯/৪ (রোহিত ৪৩, ধাওয়ান ৩২, কোহলি ১০৪, রায়ডু ২৪, ধোনি ৫৫*, কার্তিক ২৫*; বেহরেনডর্ফ ১/৫২, রিচার্ডসন ১/৫৯, সিডল ০/৫৮, লায়ন ০/৫৯, স্টয়নিস ১/৪৬, ম্যাক্সওয়েল ১/১৬)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বিরাট কোহলি
Discussion about this post