বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরে মন খারাপ সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধাদেরও। সেই আবেগ ছুঁয়েছে লিটন দাসকেও। বাংলাদেশের নতুন এই টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন শ্রদ্ধা আর সম্মান-একজন টেস্ট কিংবদন্তির প্রতি।
আজ (সোমবার) মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এই অধিকার সবারই আছে, কবে ক্রিকেট খেলবে, কবে খেলবে না। কোহলি যথেষ্ট পরিণত। তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’
কোহলি কেবল রান কিংবা সেঞ্চুরির জন্য বিখ্যাত নন-তিনি টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক মেজাজ, দৃষ্টিভঙ্গি আর নেতৃত্ব এনে দিয়েছেন। এ দিকটিকেই বিশেষভাবে সম্মান জানালেন লিটন দাস ‘তিনি যা করছে আন্তর্জাতিক ক্রিকেটে, সেটা শুধু ভারতের জন্য নয়। টেস্ট সংস্করণকে অনেকখানি আক্রমণাত্মক করেছে। তার আচরণ বলেন, ক্রিকেটের জ্ঞান বলেন-এ রকম একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না, এটা দুঃখজনক।’
ভবিষ্যতে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে কোহলির অনুপস্থিতি কিছুটা ‘শূন্যতা’ তৈরি করবে বলেই মনে করেন লিটন। বললেন, ‘যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করব (কোহলিকে)। যেহেতু আমি অনেক দিন খেলেছি, জানি ও কেমন।’
তবে কোহলির ব্যাপারে লিটন যে শুধু একজন প্রতিদ্বন্দ্বী ব্যাটার হিসেবে ভাবেন তা নয়-ব্যক্তিগত অভিজ্ঞতায়ও লিটনের মনে জায়গা করে নিয়েছেন কোহলি। তিনি বলেন,
‘তিনি অনেক ভদ্র। মাঠের মধ্যে অনেক সময় অনেক আক্রমণাত্মক মনে হয়। কিন্তু সেটা শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। অনেক কথা হয়েছে (কোহলির সঙ্গে)।’
টেস্ট ক্রিকেটে ভারতের সর্বকালের সেরাদের একজন কোহলি। আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে টেস্টকে বিদায় বলেছেন তিনি। ১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫, ৩০টি শতরান হাঁকানো কোহলিকে সাদা পোশাকের ক্রিকেট মনে রাখবেই!
Discussion about this post