ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শনিবার একইসঙ্গে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এ ডানহাতি ৭০তম শতরানের ক্লাবে পৌঁছলেন।
ইডেন গার্ডেনে শনিবার অধিনায়ক হিসেবে টেস্টে ২০তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এরফলে তিনি টপকে গেলেন অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের টেস্টে ১৯ শতরানের রেকর্ডকে।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এখন দুই নম্বরে কোহালি। তার সামনে শুধু দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রাহেম স্মিথ। টেস্টে অধিনায়ক হিসেবে ২৫ সেঞ্চুরি রয়েছে তার।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহালির সেঞ্চুরির সংখ্যা এখন ৭০। যা করতে তার লেগেছে ৪৩৯ ইনিংস। ক্রিকেট ইতিহাসে এটাই দ্রুততম। ৭০ সেঞ্চুরি করতে এরআগে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৫০৫ ইনিংস। তিনি এখন এ তালিকার দুইয়ে। রিকি পন্টিংয়ের লেগেছিল ৬৪৯ ইনিংস। তিনি এখন এই তালিকার তিনে।
এদিকে টেস্টে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ২৭টি। এজন্য তিনি খেলেছেন ১৪১ ইনিংস।
অধিনায়ক হিসেবে শুক্রবারই টেস্টে দ্রুততম ৫০০০ রান পূর্ণ করেছিলেন কোহালি। অধিনায়ক হিসেবে ৮৬ ইনিংস নিয়েছেন তিনি পাঁচ হাজার রান করতে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৯৭ ইনিংস), ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড (১০৬ ইনিংস), দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (১১০ ইনিংস), অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার (১১৬ ইনিংস), নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (১৩০ ইনিংস)— সবাই রয়েছেন পিছনে।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৮ ইনিংসে ৪১ সেঞ্চুরি করে ফেললেন কোহালি। যা এল তিন ফরম্যাট মিলিয়ে। অধিনায়ক হিসেবে সব ফরম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডে এখন পন্টিংয়ের সঙ্গে একবিন্দুতে দাঁড়িয়ে তিনি।
Discussion about this post