শুধু সময়ের সেরা ব্যাটসম্যানই নন, সর্বকালের সেরাদের একজন হয়ে গেছেন বিরাট কোহলি। তার হাত ধরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে ভারত। শুক্রবার রাতে সেঞ্চুরিয়নে জয় দিয়ে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জিতল সফরকারীরা। ম্যাচটিতে ক্যারিয়ারের ৩৫তম ওয়ানডে সেঞ্চুরি করলেন কোহলি। আর গড়লেন রেকর্ড। দ্বিপক্ষীয় কোনো সিরিজে ৫০০ এর অধিক রান করা একমাত্র ব্যাটসম্যান তিনিই।
তাহলে চলুন পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ ম্যাচে কোহলির মোট রান ৫৫৮। এরই পথ ধরে স্বদেশী রোহিত শর্মাকে পিছনে ফেলেন ভারত অধিনায়ক। ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রোহিত করেছিলেন ৪৯১ রান। কিন্তু এবার তাকে টপকে গেলেন কোহলি।
সিরিজে ফর্মে থাকা কোহলি তুলে নেন তিনটি শতরান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির ইনিংসগুলো ধেকে নিন এবার- ১১২, ৪৬*, ১৬০*, ৭৫, ৩৬ ও ১২৯*।
এই সিরিজেই ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ডি ভিলিয়ার্সকে (৯৫৭৭) টপকে যান কোহলি (৯৫৮৪)।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪৬.৫ ওভারে ২০৪ (মারক্রাম ২৪, আমলা ১০, ডি ভিলিয়ার্স ৩০, ঝন্ডো ৫৪, ক্লাসেন ২২, বেহারডিন ১, মরিস ৪, ফেলুকওয়ায়ো ৩৪, মর্কেল ২০, তাহির ২, নগিডি ০*; ঠাকুর ৪/৫২, বুমরাহ ২/২৪, পান্ডিয়া ১/৩৯, কুলদীপ ১/৫১, চেহেল ২/৩৮)
ভারত: ৩২.১ ওভারে ২০৬/২ (ধাওয়ান ১৮, রোহিত ১৫, কোহলি ১২৯*, রাহানে ৩৪*; মর্কেল ০/৪২, নগিডি ২/৫৪, মরিস ০/৩৬, ফেলুকওয়ায়ো ০/২৭, তাহির ০/৪২)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৬ ম্যাচের সিরিজ ৫-১ ব্যবধানে জিতল ভারত
ম্যাচসেরা: বিরাট কোহলি
সিরিজসেরা: বিরাট কোহলি
Discussion about this post