বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দীর্ঘদিন কার্যত স্থবির ছিল। প্রায় এক বছর পর আবারও নির্বাচনের মাধ্যমে সংগঠনটি নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়াব নির্বাচন। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলবে। এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন হবে। সাধারণ সম্পাদক পদ থাকছে না।
সভাপতি পদে লড়াই হবে দুজনের মধ্যে-সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ এবং জাতীয় দলের বর্তমান সদস্য মোহাম্মদ মিঠুন। জাতীয় দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মোট ২১২ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। বর্তমান ও সাবেক ক্রিকেটারের পাশাপাশি নারী ক্রিকেটাররাও আছেন ভোটার তালিকায়। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে একটি আসন নারী ক্রিকেটারের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
সভাপতি ছাড়া প্রায় সব পদেই প্রতিদ্বন্দ্বিতা নেই। ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আটজন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
Discussion about this post