করোনা শঙ্কা উড়িয়ে চলছে কোপা আমেরিকা। শতবর্ষী পুরনো এই টুর্নামেন্টে এখন ফাইনালে উঠার লড়াই। লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দশ দলের মধ্যে টিকে আছে মাত্র চারটি দল। তারাই মঙ্গলবার থেকে নামবে সেমফাইনালের ফুটবল যুদ্ধে।
কোপার শিরোপা লড়াইয়ে আছে- পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা। রোববার ভোরে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম দল হিসেবে সেমিতে নাম লেখায় পেরু। দ্বিতীয় কোয়ার্টারে চিলির বিপক্ষে ব্রাজিল জিতে ১-০ গোলে। বাংলাদেশ সময়ে রোববার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গড়ায় টাইব্রেকারে। উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচে ০-০ ড্র থাকার পর টাইব্রেকারে কলম্বিয়া জেতে ৪-২ গোলে। শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোববার ইকুয়েডরকে ৩-০ গোলে হারায় লিওনেল মেসির আর্জেন্টিনা।
সেমি-ফাইনাল সূচি
প্রথম সেমিফাইনাল
ব্রাজিল বনাম পেরু – ৬ জুলাই, ভোর ৫টা
দ্বিতীয় সেমিফাইনাল
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া – ৭ জুলাই, সকাল ৭টা
#সূচি বাংলাদেশ সময়ে
Discussion about this post