ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট কোচের দায়িত্ব নিতে আসছেন তাতেন্দা টাইবু। এরইমধ্যে তার সঙ্গে পরোক্ষভাবে চুক্তিও সম্পন্ন হয়েছে। তবে বাংলাদেশে আসার পরই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের সঙ্গে। অন্যদিকে কটাম অস্ট্রেলিয়ার এইচপি দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
চলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশ পা রাখবেন তাইবু। বিকেসপির তরুণদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। এ ব্যাপারে তাইবু বলেন, ‘হ্যাঁ আমি বাংলাদেশে আসছি। বিকেএসপির কোচ হিসেবে। ওদের সঙ্গে আমার চুক্তি সম্পন্ন হয়েছে। ভিসার কারণে এখনও আসতে পারিনি। তবে আশা করছি চলতি সপ্তাহেই বাংলাদেশে পা রাখব। এখানকার তরুণদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। আর সত্যি রোমাঞ্চিত আমি।’
তাইবুর সঙ্গে আপাতত ১ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বিকেএসপি, যদি তার কাজে সন্তুষ্ট হয় তাহলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে আভাস পাওয়া গেছে। এ ব্যাপারে বিকেসএপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান বলেন, ‘তাইবুর সঙ্গে আমাদের ইমেইলে কথা হয়েছিল। তাঁর সঙ্গে সব ঠিকঠাক হয়েছে। বাংলাদেশে এসে আনুষ্ঠানিক চুক্তি সই করবে সে। কটাম কবে নাগাদ আসবে তা নিশ্চিত করতে পারছি না।’
মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাতেন্দা তাইবুর, ২০ বছর বয়সেই পেয়ে যান জিম্বাবুয়ের অধিনায়কত্ব। সে সময় ওইটাই ছিল সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়ক হওয়ার রেকর্ড, জিম্বাবুয়ের হয়ে ১৫০ ওয়ানডে, ২৮ টেস্ট ও ১৩ টি-টুয়েন্টি খেলেছেন তাইবু।
এদিকে আপাতত ইন্দোনেশিয়া নারী দলের প্রধান কোচের দায়িত্বে আছেন কাটাম। তিনিও দ্রুতই বাংলাদেশে আসবেন।
Discussion about this post